কিষাণ মজদুর বহুজন পার্টি

কিষাণ মজদুর বহুজন পার্টি (কৃষক ও শ্রমিক সংখ্যাগরিষ্ঠ পার্টি) ছিল ভারতের জনতান্ত্রিক বহুজন সমাজ পার্টির একটি বিভক্ত দল।[] কেএমবিপির নেতা ছিলেন কানপুর থেকে চৌধুরী নরেন্দ্র সিং। ২০০২ সালে উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচনে, কেএমবিপি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র ছিল এবং দুটি বিজেপি-সমর্থিত প্রার্থীকে লঞ্চ করেছিল। কেএমবিপি ২০০২ সালের দিকে উত্তর প্রদেশের রাজ্য সরকারের অংশ ছিল। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেএমবিপি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "KMBP to field more candidates in UP polls"The Times of India। ২০০২-০১-২৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৪