কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ

কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ কিশোরগঞ্জ জেলার একটি অন্যতম বিদ্যাপীঠ। কিশোরগঞ্জ জেলার মধ্যে এটিই সর্বপ্রথম বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান।

কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ
Kishoreganj technical school and college.jpg
KG T.S.C.JPG
টেকনিক্যাল প্রশিক্ষন
অবস্থান
মানচিত্র
বত্রিশ বাস স্টেশন, কিশোরগঞ্জ
স্থানাঙ্ক২৪°২৫′২৭″ উত্তর ৯০°৪৬′৪৫″ পূর্ব / ২৪.৪২৪২৮৬° উত্তর ৯০.৭৭৯০৭৪° পূর্ব / 24.424286; 90.779074
তথ্য
নীতিবাক্য'দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ/ কারিগরি শিক্ষা গ্রহণ করি, স্বনির্ভর দেশ গড়ি'
প্রতিষ্ঠাকাল১৯৭৩
কিশোরগঞ্জ
অধ্যক্ষআবদুল হাই ভুঁয়া
আয়তন৪.৫ একর (১.৮ হেক্টর)
মোট ভবন৬টি

ইতিহাসসম্পাদনা

১৯৭৩ সালে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ ভিত্তি প্রস্থ স্থাপিত হয়। ১৯৮২সালে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজে “মেশিনইস্ট” বিভাগে প্রথম “যুব মাডুলার কোর্স” নামে ৬ মাস মেয়াদী একটি কোর্স চালু হয়। ১৯৮৫ সালে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সুপারিটেন্ডেন্ট ছিলেন স্যার “আবদুল হাই ভুঁয়া”। এভাবেই কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ চলতে থাকে। পরর্বতীতে ১৯৯৫ সালে কারিগরি শিক্ষাকে “এস.এস.সি (ভোকেশনাল)” কোর্সের অর্ন্তগত করা হয়।তারপর ১৯৯৭ সালে “মেশিনইস্ট” বিভাগের সাথে আরেকটি নতুন বিভাগ “এগ্রোমেশিনারী” চালু করা হয়। ১৯৯৭ সালে এগ্রোমেশিনারীতে এইচ.এস.সি চালু হয়। ২০০০ সালে মেশিনইস্ট বিভাগে এইচ.এস.সি চালু হয়। ২০০৩ সালে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজে “অটোমোবাইল” ও “জেনারেল ইলেকট্রিক্যাল” নামে দুইটি বিভাগ চালু হয়।

কলেজ ভবন সমূহসম্পাদনা

  • প্রশাসনিক ভবন
  • ফার্মমেশিনারী ওয়াকশর্প
  • মেশিনইষ্ট ওয়াকশর্প
  • ইলেকট্রিকাল ওয়াকশর্প
  • অটোমোবাইল ওয়াকশর্প
  • একাডেমিক ভবন

বিভাগ সমূহসম্পাদনা

  • ফার্মমেশিনারী বা এগ্রোমেশিনারী
  • মেশিনইষ্ট বা মেশিন টুলস আপারেশন
  • অটোমোটিভ বা আটোমোবাইল
  • ইলেকট্রনিক্স

সহপাঠ্যক্রমিক কার্যক্রমসম্পাদনা

সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক রয়েছেন।

সাহিত্য ও সংস্কৃতিসম্পাদনা

  • আবৃত্তি
  • বিতর্ক
  • বক্তৃতা
  • সঙ্গীত
  • সাধারণ জ্ঞান
  • ক্বিরাত
  • নৃত্য ইত্যাদি।

খেলাধুলাসম্পাদনা

  • ভলিবল
  • ক্রিকেট
  • ব্যাডমিন্টন
  • টেবিল টেনিস
  • ক্যারাম
  • দাবা ইত্যাদি।

অন্যান্যসম্পাদনা

  • বাস্তবপ্রশিক্ষন
  • ফামিং ইত্যাদি।

তথ্যসূত্রসম্পাদনা