কালিয়াচক ১ সমষ্টি উন্নয়ন ব্লক

পশ্চিমবঙ্গের মালদহ জেলার মালদহ সদর মহকুমার একটি ব্লক

কালিয়াচক ১ সমষ্টি উন্নয়ণ ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার মালদা সদর মহকুমা এর একটি ব্লক। ব্লকটির সদর কালিয়াচক।[১]

কালিয়াচক ১ সমষ্টি উন্নয়ন ব্লক
সমষ্টি উন্নয়ন ব্লক
কালিয়াচক ১ সমষ্টি উন্নয়ন ব্লক পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
কালিয়াচক ১ সমষ্টি উন্নয়ন ব্লক
কালিয়াচক ১ সমষ্টি উন্নয়ন ব্লক
পশ্চিমবঙ্গের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৮′১১″ উত্তর ৮৮°০১′৪৪″ পূর্ব / ২৪.৮০৩° উত্তর ৮৮.০২৯° পূর্ব / 24.803; 88.029
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলামালদা
আয়তন
 • মোট১০৬.৬০ বর্গকিমি (৪১.১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩,৯২,৫১৭
 • জনঘনত্ব৩,৭০০/বর্গকিমি (৯,৫০০/বর্গমাইল)
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলIST (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনWB
লোকসভা নির্বাচনী কেন্দ্রমালদা দক্ষিণ
বিধানসভা নির্বাচনী কেন্দ্রমোথাবাড়ি, সুজাপুর
ওয়েবসাইটmalda.nic.in

ভূগোল সম্পাদনা

কালিয়াচক ২৪°৪৮′১১″ উত্তর ৮৮°০১′৪৪″ পূর্ব / ২৪.৮০৩° উত্তর ৮৮.০২৯° পূর্ব / 24.803; 88.029 দ্রাঘিমাংশ এ অবস্থিত। কালিয়াচক ১ সমষ্টি উন্নয়ণ ব্লক মোট ১০৬.৬০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।[২]

গ্রাম পঞ্চায়েত সম্পাদনা

কালিয়াচক ১ ব্লকের গ্রামীণ এলাকা ১৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। আলিনগর, গয়েশবাড়ী, কালিয়াচক -২, সিলমপুর -২, আলীপুর ১, জালালপুর, মোজাম্পপুর, সুজাপুর, আলীপুর -২, জালুয়াবাধাল, নাওদা-যদুপুর, বামগ্রাম-মাশিমপুর, কালিয়াচাক ১, শিলমপুর ১, আলিনগর[৩]

জনপরিসংখ্যান সম্পাদনা

২০১১ সালের জনগণনা অনুসারে, কালিয়াচক ১ সমষ্টি উন্নয়ন ব্লকের জনসংখ্যা ৩৯২,৫১৭। এর মধ্যে ২৬৯,০৫৮ জন গ্রাম্য বাসিন্দা ও ১২৩,৪৫৯ জন শহুরে বাসিন্দা। এবং ২০০,৪৫১ জন পুরুষ ও ১৯২,০৬৬ জন মহিলা।[৪]

সাক্ষরতা সম্পাদনা

২০১১ সালের জনগণনা অনুসারে কালিয়াচক ১ ব্লকের ৩৯২,৫১৭ জনের মধ্যে ২১৩,০৪১ জন সাক্ষর। তার মধ্যে ১১৩,৫৭০ জন পুরুষ ও ৯৯,৪৭১ জন মহিলা।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Contact details of Block Development Officers"Malda district। West Bengal Government। ২০১১-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-১৭ 
  2. "Kaliachak I at a Glance"Maldah District। District administration। ২০১৩-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-১৪ 
  3. "GPwise Population of Malda district"Malda district। Malda district administration। ২০১৩-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-১৪ 
  4. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৫