কালিনগর মহাবিদ্যালয়
কালিনগর মহাবিদ্যালয়[১] ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত কালিনগরের একটি সাধারণ ডিগ্রি মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়টি কলা ও বিজ্ঞান এই দু'টি ধারার বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্স সরবরাহ করে। এটি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি মহাবিদ্যালয়।[২]
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৮৫ |
অধিভুক্তি | পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | ঈশানি ঘোষ (ভারপ্রাপ্ত শিক্ষক) |
অবস্থান | , , ৭৪৩৪৪২ , ২২°২৫′৫০″ উত্তর ৮৮°৫১′৫৮″ পূর্ব / ২২.৪৩০৬২৫৪° উত্তর ৮৮.৮৬৬০৭৯৪° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ওয়েবসাইট | কালিনগর মহাবিদ্যালয় |
বিভাগসমূহ
সম্পাদনাকালিনগর মহাবিদ্যালয়ে মোট ১১ টি বিভাগ রয়েছে। বিভাগসমূহ হল- বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান, ও ভূগোল।[৩]
অনুমোদিত
সম্পাদনামহাবিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত ও ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[১][৪] পূর্বে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Colleges in West Bengal, University Grants Commission ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ নভেম্বর ২০১১ তারিখে
- ↑ "Affiliated College of West Bengal State University"। ২০১২-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Departments at Basihat College"।
- ↑ "West Bengal State University Affiliated Colleges Name, Address & Phone no" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২১।