কার্ল এডুইন ওয়াইম্যান
পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী
কার্ল এডুইন ওয়াইম্যান (জন্ম: ২৬ মার্চ ১৯৫১) স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন আমেরিকান পদার্থবিদ এবং শিক্ষাবিদ এবং বর্তমানে কর্নেল ইউনিভার্সিটির সহকারী পরিচালক ও অধ্যাপক। [১] তিনি ২০০১ সালের একজন নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। [২]
কার্ল এডুইন ওয়াইম্যান | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার (১৯৯৭) লোরেন্ৎস পদক (১৯৯৮) The Benjamin Franklin Medal (২০০০) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০১) ওরস্টেড পদক (২০০৭) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার মিশিগান বিশ্ববিদ্যালয় |
জীবনী
সম্পাদনাওয়াইম্যান ওরেগনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ব্যাচেলর্স বং ১৯৭৭ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জ করেন। তিনি ২০০৭ সালে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় যোগদান করেছিলেন।
সম্মাননা
সম্পাদনাসম্মানসূচক ডক্টরেট, ইউনিভার্সিটি অব শিকাগো, ১৯৯৭
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Mervis, Jeffrey (২৮ আগস্ট ২০১৩)। "Carl Wieman Takes Physics, Education Jobs at Stanford"। sciencemag.org। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৩।
- ↑ "The Nobel Prize in Physics 2001"। NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১০।