জৈব রসায়নে, কার্বনিল মূলক হল একটি কার্যকরী মূলক যাতে একটি কার্বন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে (C=O)। বহু বৃহৎ কার্যকরী মূলকের অংশ হিসেবেও এটি উপস্থিত থাকে। কার্বনিল মূলক যুক্ত যৌগকে অনেক সময় কার্বনিল যৌগও বলা হয়।[১]

কার্বনিল মূলক (C=O) ধারণকারী একটি যৌগ

কার্বনিল যৌগ সম্পাদনা

যৌগ অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলেট এস্টার অ্যামাইড
গঠন          
সাধারণ সংকেত RCHO RCOR' RCOOH RCOOR' RCONR'R''

জৈব কার্বনিলের উদাহরণ হল ইউরিয়াকার্বামেট। অজৈব কার্বনিলের উদাহরণ কার্বন ডাই অক্সাইডকার্বনিল সালফাইড। কার্বনিলদের একটি বৈশিষ্ট্য পূর্ণ মূলক হল ডাইকার্বনিল, যা নানা রকম নতুন বৈশিষ্ট্য প্রদর্শন করে।

গঠন সম্পাদনা

 
একটি কার্বনিল যৌগ

জৈব যৌগের ক্ষেত্রে কার্বন ও অক্সিজেনের মধ্যবর্তী রাসায়নিক বন্ধন ১২০ পিকোমিটারের কাছাকাছি হয়ে থাকে।

অজৈব যৌগের যেমন কার্বন মনোক্সাইড এর ক্ষেত্রে এটি ১১৩ কার্বন ডাই অক্সাইড এর ক্ষেত্রে এটি ১১৬ ও ফসজিনের ক্ষেত্রে ১১৬ পিকোমিটার হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Saul Patai, সম্পাদক (১৯৬৬)। The Carbonyl Group। PATAI'S Chemistry of Functional Groups। 1। John Wiley & Sons। আইএসবিএন 9780470771051ডিওআই:10.1002/9780470771051 Jacob Zabicky, সম্পাদক (১৯৭০)। The Carbonyl Group। PATAI'S Chemistry of Functional Groups। 2। John Wiley & Sons। আইএসবিএন 9780470771228ডিওআই:10.1002/9780470771228 
  2. G. Berthier, J. Serre (১৯৬৬)। "General and Theoretical Aspects of the Carbonyl Goup"। Saul Patai। The Carbonyl Group। PATAI'S Chemistry of Functional Groups। 1। John Wiley & Sons। পৃষ্ঠা 1-77। আইএসবিএন 9780470771051ডিওআই:10.1002/9780470771051.ch1 

আরও পড়ুন সম্পাদনা