কামাত কাজলদিঘী ইউনিয়ন

পঞ্চগড় জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

কামাত কাজলদিঘী
ইউনিয়ন
৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাপঞ্চগড় সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৭১
সরকার
 • ইউপি চেয়ারম্যানমো: তোফায়েল প্রধান
আয়তন
 • মোট৯ বর্গকিমি (৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৬,৮০০
 • জনঘনত্ব১,৯০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

কামাত কাজলদিঘী ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে। এই পরিষদ এর আগে বর্তমান ৫নং চাকলাহাট ইউ.পি এর অন্তভুক্ত ছিল। ৪নং কামাত কাজলদিঘী ইউ.পি কমপ্লেক্স ভবন ২৭-০৫-২০০৪ ইং সালে পূন নিমিত হয়।[২]

নামকরণ সম্পাদনা

এ ইউনিয়ন পরিষদটি গলেহা গ্রামের গলেহা হাটে অবস্থিত। কামাত কাজলদিঘী মৌজার (জে এল নং-৪১) নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় কামাত কাজলদিঘী ইউনিয়ন।

ভৌগোলিক উপাত্ত সম্পাদনা

প্রশাসনিক উপাত্ত সম্পাদনা

এই ইউনিয়টির মৌজা-৭টি এবং ৩৭টি গ্রামের সমন্বয়ে গঠিত। তন্মধ্যে-

  1. ঠুটাপাখুরী
  2. ফুলপাড়া
  3. চছপাড়া
  4. সরকার পাড়া
  5. কুন্দের আলীপাড়া
  6. খংগা পাড়া
  7. কাটা বাড়ী
  8. ডিয়াবাড়ী
  9. নলকুড়া
  10. টেংনা পাড়া
  11. কুচিয়ামোড়।[২]

শিক্ষাব্যবস্থা সম্পাদনা

  • কলেজ-১টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-৬টি
  • মাদ্রাসা-৯টি
  • প্রাথমিক বিদ্যালয়-১২টি।[২]

ভাষা ও সংস্কৃতি সম্পাদনা

  • ভাষাঃ এ অঞ্চলের মানুষ সাধারনত বাংলা ভাষায় কথা বলেন । মুই অর্থে আমি হামার অর্থে আমার এছড়াও এ অঞ্চলের মানুষকে সাধারনভাবে ভাটিয়া, উজানী, টাংগাইলা, ময়মনসিংগহা, দিনাজপুরিয়া ইত্যাদি অঞ্চিলক ভাষাগোষ্ঠীর মনে করা হয়ে থাকে।
  • সংস্কৃতিঃ এ অঞ্চলের সংস্কৃতি ছিল বেশ পুরোনো এখানে পাখি, গোল্লাছুট, হাডুডু, ইত্যাদি খেলা ছাড়াও জারী গান বাউল গান, শরীয়ত মারফত গান ইত্যাদি বেশ পুরোনো সংস্কৃতি।

স্বাস্থ্যসেবা সম্পাদনা

  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০২ টি ।
  • মাতৃ সদন কেন্দ্র : ০১টি।
  • স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে  : ৩১১৬ টি পরিবার।
  • স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে না  : ৩১০ টি পরিবার।
  • স্বাস্থ্য সম্মত পায়খানা নাই  : ২১৩ টি পরিবার।[২]

অর্থনীতি সম্পাদনা

বিভিন্ন জাতের ধান, পাট, তামাক, ভুট্টার পাশাপাশি এ এলাকায় চা এর ব্যাপক আবাদ হচ্ছে।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

  • পঞ্চগড় বাজার হইতে জালাসী মোড় হয়ে পূব উত্তরে পাঁচ কিলোমিটার দূরে গলেহা হাট নামক স্থানে মনোরম পরিবেশে অবস্থিত ।[২]

কৃতি ব্যক্তিত্ত্ব সম্পাদনা

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পাদনা

  • কাজলদিঘী

বিবিধ সম্পাদনা

  • মসজিদঃ ৩১
  • মন্দিরঃ ৪ টি
  • ব্যাংকঃ ০১ টি
  • হাট ও বাজারঃ ০৪টি-১। টুনিরহাট ২। গলেহা হাট ৩। পেত্তানীর হাট ও ৪। তালমা হাট
  • ডাকঘরঃ ০১টি ।
  • ব্যাংক-১টি।[২]

জমি সম্পাদনা

  • আবাদী জমির পরিমান : ৩.৯৫০ একর।
  • অনাবাদি জমির পরিমানঃ ১.৮৫০ একর ।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. উপজেলা, পঞ্চগড় সদর (২ আগস্ট ২০২১)। "পঞ্চগড় সদর উপজেলা"পঞ্চগড় সদর উপজেলা। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১ 
  2. ইউনিয়ন, কামাত কাজলদিঘী ই (২ আগস্ট ২০২১)। "কামাত কাজলদিঘী ইউনিয়ন"কামাত কাজলদিঘী ইউনিয়ন। ২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১ 

টেমপ্লেট:পঞ্চগড় বিষয়ক