কামদাকিঙ্কর মুখোপাধ্যায়

কামদাকিঙ্কর মুখোপাধ্যায় [১] (জন্ম ২৫ মার্চ ১৯০৮) ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য। [২] তিনি ১৯৫২ খ্রিস্টাব্দ থেকে ১৯৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য ছিলেন। তার স্ত্রী রাজলক্ষ্মী মুখোপাধ্যায়[৩] এবং তাদের দুই সন্তান। জ্যেষ্ঠপুত্র  প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের ত্রয়োদশ এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি। অন্যজন হলেন পীযূষ মুখোপাধ্যায়। এছাড়া তার চার কন্যা সন্তান হলেন -  অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়,স্বাগতা দাস মুখোপাধ্যায়, ঝর্ণা ও কৃষ্ণা মুখোপাধ্যায়। [৪][৩]

কামদাকিঙ্কর ১৯২০ খ্রিস্টাব্দ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন। ব্রিটিশ শাসনকালে তিনি দশ বছর কারারুদ্ধ ছিলেন। এছাড়াও তিনি তিনি বীরভূম জেলা কংগ্রেস কমিটির সভাপতির পদও অলংকৃত করেছেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kamada Kinkar Mukherjee" 
  2. "We Want No Ceasars" 
  3. "Pranab Mukherjee family tree: Everything you need to know about former-president's family"Newsd.in (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-১৮। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৩ 
  4. Singh, Shiv Sahay (২০১২-০৭-২৬)। "Proud siblings recall Poltu's journey from Birbhum"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৩ 
  5. Profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ এপ্রিল ২০০৯ তারিখে at Ministry of External Affairs.