কানাহরি দত্ত
মনসামঙ্গল কাব্যের আদি কবি
কানা হরিদত্ত (১২ - ১৩ শতক) ছিলেন মনসামঙ্গল কাব্যের আদি কবি।[১] তার রচিত কোনো কাব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার পরিচয় পাওয়া যায় কবি বিজয় গুপ্তের কাব্যে। বিজয় গুপ্ত তার বদনাম করার কারণে তার পরিচয় পাওয়া যায়।[২]
কানা হরিদত্ত | |
---|---|
জন্ম | অজানা |
মৃত্যু | অজানা |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | কবি |
“ | "মূর্খে রচিল গীত, না জানে মাহাত্ম্য। প্রথমে রচিল গীত, কানাহরি দত্ত।" এখানে গীত মানে মনসামঙ্গল কাব্য। |
” |
— বিজয় গুপ্ত |
জন্ম
সম্পাদনাকানাহরি দত্তের জন্ম মধ্যযুগীয় বঙ্গের ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরৈল দত্তবাড়িতে।[৩]
কাব্যের স্বরূপ
সম্পাদনাহরিদত্তের লেখা মনসামঙ্গলের নাম - ' পদ্মার সর্প সজ্জা ' । হরিদত্তের চরিত্রের মাঝে সাধারণ মানব চরিত্রের প্রভাব অত্যন্ত প্রকট ছিলো। আসাম থেকে বিহার পর্যন্ত সমগ্র ভূভাগে কবির কাব্যের প্রচলন ছিলো। তিনি চাঁদ সওদাগর ও বেহুলা-লখিন্দরকে কেন্দ্র করে দৈব লাঞ্ছিত হতভাগ্য মানুষের সংগ্রাম চেতনার এক অনন্য রূপকার। লোকায়ত সমাজের সামগ্রিক চেতনা কবি চৈতন্যে বিমূর্ত হওয়ার এরূপ প্রয়াস পরবর্তী অনেক কবিকেই প্রভাবিত করেছিলো।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মঙ্গল কাব্যের কয়েকজন বিখ্যাত কবি"। ৪ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ স্পেশাল বিসিএস পরীক্ষা প্রস্তুতি[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ দরজি আবদুল ওয়াহাব, ময়মনসিংহের চরিতাভিধান, ময়মনসিংহ জেলা দ্বিশতবার্ষিকী উদ্যাপন কর্তৃপক্ষ, ময়মনসিংহ, বাংলাদেশ, এপ্রিল ১৯৮৯, পৃষ্ঠা ১৯২।
বাংলাদেশী কবি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |