কাজী সব্যসাচী
বাংলাদেশী শিল্পী
কাজী সব্যসাচী (মৃত্যু: আনু. ১৯৭৯ খ্রিষ্টাব্দ) একজন বাঙালি আবৃত্তিকার ছিলেন। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে ছিলেন।
কাজী সব্যসাচী | |
---|---|
![]() | |
মৃত্যু | ১৯৭৯ |
জাতীয়তা | বাঙালি |
পেশা | আবৃত্তিকার |
সন্তান | খিলখিল কাজী[১]; মিষ্টি কাজী |
পিতা-মাতা | কাজী নজরুল ইসলাম (বাবা), প্রমীলা দেবী |
বিংশ শতাব্দির ষাট ও সত্তরের দশকে সব্যসাচী আবৃত্তিকার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন। ১৯৬৬ সালে তিনি বিদ্রোহী কবিতাটি, কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, প্রথমবারের মত রেকর্ড করেন।
উত্তরাধিকারসম্পাদনা
২০১৬ সালে সব্যসাচী স্মরণে তার পরিবার “কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার” চালু করে।[২] প্রতি বছর এই পুরস্কার বাংলাদেশ এবং ভারত-এর দুইজন আবৃত্তিকারকে প্রদান করা হয়ে থাকে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "আইজিসিসি'তে খিলখিল কাজী'র আবৃত্তি ও সঙ্গীতসন্ধ্যা"। দৈনিক ইত্তেফাক।
- ↑ "ঢাকায় কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার নেবেন সৌমিত্র"। মানবজমিন। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।