পাকা মসজিদ

সুলতানী আমলের একটি মসজিদ, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ঐতিহ্যবাহী পাকা মস
(কাজীরহাটের পাকা মসজিদ থেকে পুনর্নির্দেশিত)

পাকা মসজিদ সুলতানী আমলের একটি মসজিদ, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ঐতিহ্যবাহী পাকা মসজিদ প্রায় ৭০০ বছরের পুরাতন মসজিদ টি ১ গুম্বুজ বিশিষ্ট ছোট আকারের পাকা মসজিদ।[১]

পাকা মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থানবরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীসুলতানীয় স্থাপত্য
ধারণক্ষমতা৫০+ সালাত আদায়কারী একসাথে সালাত আদায় করতে পারে

অবস্থান সম্পাদনা

কাজীরহাট থানার লতা ইউনিয়নের উত্তর আসলী সন্তোষপুর গ্রামের সরদার বাড়ির দক্ষিন কর্নারে পশ্চিম প্রান্তে অবস্থিত।[১]

কল্পকাহিনী সম্পাদনা

এ মসজিদ নিয়ে অনেকেই রহস্যে ঘেরা বলে মন্ত্যব করেন। সরোজমিনে দেখা যায় ছোট একটি মসজিদ ১ গুম্বুজ বিশিষ্ট মসজিদের সাথে স্থানীয়রা একটি বারান্দা নির্মাণ করেছে। স্থানীয়রা জানিয়েছে এই মসজিদের আশপাশ দিয়ে কোন লোকজন হেটে যেতে সাহস ছিলনা। অনেক পূর্বে মসজিদের ভিতরে ভো-ভো করে শব্দর আওয়াজ বের হইতো। আরো জানাগেছে মসজিদ এখনও কোন অংশ ভেঙ্গে পড়েনী তবে দু’ একটা ফাটল দেখা দিয়েছে মাঝে মধ্যে ফাটলের স্থানে মেরামত করা হয়। মসজিদের ভিতরে ডুকে উপরের দিকে তাকালে অনেক উপরে গুম্বুজের মিনার অনুভব হয় বলে জানালেন। অনেকে বলে আল্লাহর দেওয়া গায়েবী মসজিদ উঠেছে। মসজিদ কমিটির সভাপতি মোঃ আলতাফ হাওলাদার (৬৫)বলেন, আমার দাদা, দাদী, বাবা ও মায়ের মুখে শুনেছি মসজিদ কে নির্মান করেছে তারাও জানেনা। প্রায় ৭০০ বছর হবে বলে ধারণা করেন এলাকাবাসী। গ্রাম্য ভাষায় আরো বলে আমাদের বংশধর ৬ পুরী লোকজন এই মসজিদ দেখে গেছেন এখন আমরা ও দেখতে আছি। তবে মসজিদের ভিতরে লেখা রয়েছে নির্মান কারী আফেরউদ্দিন হাওলাদার এই লেখা প্রায় ৪০০ বছরের পূর্বে ধারণা করছে সিকদার বাড়ির লোকজনেরা। এ পাকা মসজিদের জমি ৮০ শতাংস। লোকজনেরা ঝোপ জঙ্গলে চারপাশ ভরা ছিল পর্যায়ক্রমে পরিস্কার করে মসজিদের আজান ও নামাজের ব্যবস্থা করা হয়।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কাজীরহাটে কালের স্বাক্ষী ৭০০ বছরের পাকা মসজিদ ,জনমনে অজানা রহস্যে" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯