কাচারী পাড়া জামে মসজিদ, পাবনা
কাচারী পাড়া জামে মসজিদ, পাবনা জেলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী একটি মসজিদ। মসজিদটি ১৮৮৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিলো।[১][২] মসজিদটি পাবনা শহরের নিকটে অবস্থিত হওয়ায় এখানে দর্শনার্থী ঘুরতে আসেন।[৩][৪][৫]
কাচারী পাড়া জামে মসজিদ, পাবনা | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | পাবনা সদর উপজেলা, পাবনা জেলা, বাংলাদেশ |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইন্দো-সারেসনিক রেনেসাঁ স্থাপত্য |
সম্পূর্ণ হয় | ১৮৮৯ |
বিনির্দেশ | |
গম্বুজসমূহ | ২৬ টি ছোট বড় গম্বুজ |
মিনার | ১ |
মোচাকার চূড়ার উচ্চতা | ৭০ ফুট উচ্চতার মিনার |
ইতিহাস
সম্পাদনা১৮৮৯ সালে এ মসজিদটি প্রতিষ্ঠিত হয়। কোর্ট ও প্রশাসনিক এলাকায় এ মসজিদটি গড়ে ওঠায় এর নামকরণ করা হয় কাচারী পাড়া জামে মসজিদ। সরকারি ও স্থাপত্য সময়ে স্বল্পসংখ্যক মুসলমানদের উদ্যোগে এ মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মানের প্রধান উদ্যোক্তার নাম হারুন চাপরাশির উল্লেখযোগ্য, মসজিদটির জমি দান করেছিলেন সৌরভ প্রামানিক নামে এক ব্যক্তি। তবে শোনা যায় এই মসজিদ নির্মানে পাবনার আজিম চৌধুরী সহয়তা করেছিলো।
অবস্থান
সম্পাদনাএটি বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা সদরের কোর্ট ও প্রশাসনিক এলাকায় অবস্থিত।
বর্ণনা
সম্পাদনামসজিদটি নিমার্ণে ঔপনিবেশিক ধারার ইন্দো-ইসলামিক রেনেসাঁ স্থাপন শৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদটিতে কয়েকটি নান্দনিক সুউচ্চ গম্বুজ ও মিনার রয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ করতে সহযোগিতা করে। মসজিদটি নির্মানে তৎকালীন সরকারী কর্মচারীরাও আর্থিক সহায়তা করেছিলেন। মসজিদটি স্থাপত্যশৈলীতে রয়েছে মধ্যযুগের মুসলিম শিল্পধারা। ২৬ টি ছোট বড় গম্বুজ ও ৮ ফুট উঁচু এই ধারার প্রকাশ এছাড়াও রয়েছে ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার। মসজিদের খিলান ও সুউচ্চ মিনার বাড়িয়ে দিয়েছে নান্দনিকতা। এখানে একসাথে প্রায় দেড় হাজার মুসল্লীর অধিক নামাজ আদায় করতে পারে।[৬]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Samachar, পাবনা সমাচার :: Pabna। "দৃষ্টিগোচর এখন ঐতিহ্যবাহী কাচারী পাড়া জামে মসজিদ"। Sottapon Sirajganj (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯।
- ↑ "১২৫ বছরের পুরনো পাবনার কাচারি পাড়া জামে মসজিদ || ETV News"।
- ↑ "কাচারি পাড়া জামে মসজিদ, পাবনা"। www.poriborton.news। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯।
- ↑ "পাবনার কাচারি পাড়া জামে মসজিদ – অচিন দেশে"। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯।
- ↑ TV, Ekushey। "১২৫ বছরের পুরনো পাবনার কাচারি পাড়া জামে মসজিদ - 07 June 2019 Friday, 10:50 AM"। Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯।
- ↑ "পাবনার কাচারি পাড়া জামে মসজিদ – অচিন দেশে"। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯।