কাউন্সিল অব সাউদার্ন আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনস
দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিল (ফরাসি: Conseil des Associations de Football en Afrique Australe; পর্তুগিজ: Conselho das Associações de Futebol da África Austral), আনুষ্ঠানিকভাবে কোসাফা নামে সংক্ষিপ্ত, দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার ফুটবল খেলা দেশগুলির একটি সংস্থা। এটি ক্যাফ এর সাথে অধিভুক্ত।
![]() | |
গঠিত | ১৯৮৩ |
---|---|
ধরন | ক্রীড়া সংস্থা |
সদরদপ্তর | জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা |
যে অঞ্চলে | দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা |
সদস্যপদ | |
দাপ্তরিক ভাষা | ইংরেজি, ফ্রেঞ্চ এবং পর্তুগিজ |
সভাপতি | ![]() |
সম্পৃক্ত সংগঠন | সিএএফ, ফিফা |
ওয়েবসাইট | www |
কোসাফা দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা অঞ্চলে বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করে এবং এর সবচেয়ে বিখ্যাত টুর্নামেন্ট হলো কোসাফা কাপ।
সদস্য
সম্পাদনাপ্রতিযোগিতা
সম্পাদনাকোসাফা বেশ কয়েকটি পুরুষ, মহিলা, যুবকদের প্রতিযোগিতা পরিচালনা করে।
বর্তমান শিরোপাধারী
সম্পাদনাপ্রতিযোগিতা | বছর | চ্যাম্পিয়নস | শিরোপা | রানার্স আপ | পরবর্তী সংস্করণ | তারিখগুলি | ||
---|---|---|---|---|---|---|---|---|
জাতীয় দল | ||||||||
কোসাফা কাপ | ২০২২ (ফাইনাল) | জাম্বিয়া | ৬ষ্ঠ | নামিবিয়া | ২০২৩ (ফাইনাল) | |||
কোসাফা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ | ২০২২ | জাম্বিয়া | ১২শ | মোজাম্বিক | টিবিডি | টিবিডি | ||
কোসাফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ | ২০২১ | অ্যাঙ্গোলা | ১ম | জাম্বিয়া | ২০২২ | ৩০ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২২[১][২] | ||
কোসাফা স্কুল কাপ | ২০২২ | ২৮ অক্টোবর – ৬ নভেম্বর ২০২২[১][২] | ||||||
কোসাফা বিচ সকার চ্যাম্পিয়নশিপ | ২০২১ | মোজাম্বিক | ১ম | তানজানিয়া | ২০২২ | ১৭-২৫ সেপ্টেম্বর ২০২২[১][২] | ||
জাতীয় দল (মহিলা) | ||||||||
কোসাফা মহিলা চ্যাম্পিয়নশিপ | ২০২২ (ফাইনাল) | জাম্বিয়া | ১ম | দক্ষিণ আফ্রিকা | ২০২৩ (ফাইনাল) | [১][২] | ||
কোসাফা অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপ | ২০১৯ | তানজানিয়াঅ | ১ম | জাম্বিয়া | ২০২১বা | বাতিল | ||
কোসাফা অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ | ২০২১ | জাম্বিয়া | ১ম | বতসোয়ানা | ২০২২ | ৩০ নভেম্বর – ১০ ডিসেম্বর ২০২২[১][২] | ||
ক্লাব দল (মহিলা) | ||||||||
ক্যাফ মহিলা চ্যাম্পিয়ন্স লিগ কোসাফা কোয়ালিফায়ার | ২০২২ (ফাইনাল) | সবুজ বাফেলোস লেডিস এফসি | ১ম | মামেলোদি সানডাউনস লেডিস এফসি | ২০২৩ (ফাইনাল) |
- ^বা কোভিড-১৯ মহামারি কারণে ২০২০ সালের চ্যাম্পিয়নশিপ বাতিল করা হয়েছে।[৩]
- ^অ আমন্ত্রিত অতিথি-দেশ
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "New tournament added to exciting COSAFA calendar"। www.cafonline.com। Confederation of African Football (CAF)। ২১ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২।
- ↑ ক খ গ ঘ ঙ "COSAFA set for another bumper year of tournaments"। www.cosafa.com। Council of Southern Africa Football Associations (COSAFA)। ১২ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২২।
- ↑ "South Africa win COSAFA Women's Championship, Tanzania take Under-17 title"। Council of Southern Africa Football Associations। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২০।