কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়
কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৯ |
সভাপতি | সৈয়দ মাহমুদুল হক |
প্রধান শিক্ষক | মোহাম্মদ আইয়ুব |
শিক্ষার্থী সংখ্যা | ৩০০+ |
অবস্থান
সম্পাদনাপ্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের চেংখালী গ্রামে অবস্থিত।[১]
ইতিহাস
সম্পাদনা১৯৮৯ সালে এলাকার কৃতি সন্তান, মরমী গবেষক ও আল্লামা রুমি সোসাইটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব সৈয়দ আহমদুল হক তারই সহধর্মিনীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৯ সালে প্রতিষ্ঠানটি অষ্টম শ্রেণীর প্রথম একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং পরবর্তীতে ১৯৯৩ সালের ১ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথম এমপিও ভুক্ত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে এটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত হয়।[১]
ব্যবস্থাপনা
সম্পাদনাবিদ্যালয় পরিচালনার জন্য জনাব সৈয়দ মাহমুদুল হককে সভাপতি করে ১২ জন বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ রয়েছে।[১]
শিক্ষকবৃন্দ
সম্পাদনাবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আইয়ুব। এছাড়া আরো ১১ জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এ বিদ্যালয়ে কর্মরত আছেন।[১]
অবকাঠামো
সম্পাদনাবিদ্যালয় মূল ভবনটি একটি দ্বিতল ভবন। এছাড়া একটি টিনশেট ভবন রয়েছে। এলাকার শিক্ষার প্রসারে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে একটি একতলা ভবন নবনির্মিত হয়েছে।[১]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাএ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে অধ্যয়নরত আছে।[১]
ফলাফল ও কৃতিত্ব
সম্পাদনা২০১৮ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ৭২.২২%।[১]
শহীদ মিনার
সম্পাদনাকাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ মুহাম্মদ আবুল মনসুর এর উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় শহীদ মিনার নির্মিত হয় এবং ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণের মাধ্যমে এ শহীদ মিনারের উদ্বোধন করা হয়।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ http://www.rangunia.chittagong.gov.bd/site/education_institute/833f5408-214a-11e7-8f57-286ed488c766/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%20%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%20%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE%20%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A5%A4[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বেতাগীতে নবনির্মিত শহীদ মিনারে ফুল দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা"। swadinbangla71.com। স্বাধীন বাংলা ৭১। ২২ ফেব্রুয়ারি ২০২০। ১৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০।