কাং ইয়ুং-সাং

দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড়

কাং ইয়ুং-সাং (কোরীয়: 강윤성, ইংরেজি: Kang Yoon-sung; জন্ম: ১ জুলাই ১৯৯৭) হলেন একজন দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কে লিগ ১-এর ক্লাব জেজু ইউনাইটেড এবং দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এওবং কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

কাং ইয়ুং-সাং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কাং ইয়ুং-সাং
জন্ম (1997-07-01) ১ জুলাই ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান সিউল, দক্ষিণ কোরিয়া
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
জেজু ইউনাইটেড
জার্সি নম্বর ৩৩
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৮ দেজন হানা সিটিজেন ৬৬ (৩)
২০১৯– জেজু ইউনাইটেড ২৩ (০)
জাতীয় দল
২০১৬–২০১৭ দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ (০)
২০১৯– দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ ১৭ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৬ সালে, ইয়ুং-সাং দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। দলগতভাবে, ইয়ুং-সাং এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

কাং ইয়ুং-সাং ১৯৯৭ সালের ১লা জুলাই তারিখে দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

ইয়ুং-সাং জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২][৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃষ্ঠা ১০। 
  2. "[오피셜] '이강인-황의조' 포함 김학범호, 올림픽 최종 명단 발표" [কিম হাক-পামের টোকিও অলিম্পিকের চূড়ান্ত দল ঘোষণা করেছেন]। naver.com (কোরীয় ভাষায়)। স্পোর্টাল কোরিয়া। ৩০ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১ 
  3. "[오피셜] 명단 발표 한나절 만에...올림픽 대표팀, 추가 4인 명단 2일 발표" [দল ঘোষণার এক দিন পর অতিরিক্ত ৪ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে]। naver.com (কোরীয় ভাষায়)। ২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২১ 
  4. "[오피셜] 김민재, 결국 올림픽 못 간다... 박지수 대체 발탁" [পার্ক সি-সু চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত]। naver.com (কোরীয় ভাষায়)। ১৬ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা