কাঁটা (চলচ্চিত্র)

টোকন ঠাকুর পরিচালিত বাংলা চলচ্চিত্র

কাঁটা বাংলাদেশের ঐতিহাসিক পটভূমিতে নির্মাণাধীন চলচ্চিত্র। বাংলাদেশ সরকারের অনুদানে কথা সাহিত্যিক শহীদুল জহিরের কাঁটা গল্প অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন টোকন ঠাকুর। পুরনো ঢাকার একটি বাড়ির প্রাচীন কুয়াকে ঘিরে ষাট, সত্তর ও নব্বই দশকের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হচ্ছে। এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনিমেষ আইচ, তৃপ্তি রানী, শ্রীমন্ত বসু, চিন্ময়ী গুপ্ত, সোহেল তৌফিক, তিস্তা নদী, মৌ মিতা, আজিজ ব্যাপারী, এস এম মহসিন, প্রমুখ।[১][২]এটি টোকন ঠাকুর নির্মিত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[৩][৪] ২০১৪ হতে ২০২০ পর্যন্ত বিভিন্ন সময়ে ধাপে ধাপে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ও নির্মাণকাজ চলে। ২০২০ সালের এপ্রিলে মুক্তির জন্য পরিকল্পিত চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষাধীন আছে।

কাঁটা
পরিচালকটোকন ঠাকুর
প্রযোজক
চিত্রনাট্যকারটোকন ঠাকুর
উৎসশহীদুল জহির কর্তৃক 
"কাঁটা" (১৯৯৫)
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকতাইজুল ইসলাম রোমান
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয় ১ কোটি ১৬ লাখ[১]

গল্পসূত্র সম্পাদনা

১৯৬৪ সালের পুরান ঢাকার এক বাড়ির বাসিন্দা সুবোধ ও স্বপ্না। ১৯৬৪ সালের দাঙ্গায় দুইজনকে সেই বাড়ির কুয়াতে ডুবিয়ে মারা হয়। কালচক্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নতুন সুবোধ-স্বপ্নার জীবনে। দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালে বাবরি মসজিদ ভাঙার জের ধরে ওই বাড়িতে আবারও একই ঘটনা ঘটে। একই ঘটনায় ক্ষুব্ধ মহল্লাবাসী কুয়াটি ভেঙে দিতে আসে।[২]

কুশীলব সম্পাদনা

  • আনোয়ারা সৈয়দ হক[৫]
  • অনিমেষ আইচ[৬]
  • এস এম মহসিন
  • আজিজ ব্যাপারী
  • রেজা ঘটক
  • তৃপ্তি রানী
  • শিবু কুমার শীল
  • শ্রীমন্ত বসু
  • চিন্ময়ী গুপ্ত
  • সোহেল তৌফিক
  • তিস্তা নদী
  • পরেশ আচার্য
  • মওলানা মোসলেম উদ্দিন
  • কাজী ফয়সল
  • তুরা মথুরা
  • শিখা কর্মকার
  • মিনহাজুর রহমান
  • কামরুজ্জামান তপু
  • মৌ মিতা
  • সৈয়দ গোলাম সারোয়ার
  • ফাহিম মালেক ইভান
  • বিষ্ময় মুগ্ধ

নির্মাণ সম্পাদনা

প্রাক-নির্মাণ সম্পাদনা

চলচ্চিত্রটি ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পায়। এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরুর পূর্বে তিন বছর ছয় মাস ধরে নতুন শিল্পীর খোঁজ, স্থান নির্বাচন, পোশাক পরিকল্পনা করা হয়। শহীদুল জহিরের মূলগল্প হতে চূড়ান্ত চিত্রনাট্য লিখতে গিয়ে পরিচালক টোকন ঠাকুর ২৬ বার সম্পাদনা করেন। সেট নির্মাণের ক্ষেত্রে ১৯৬৪ সাল হতে ১৯৮৯ সালের বাংলা ছায়াছবির প্রায় ৪০টি পোস্টার নতুন করে ছাপানো হয়। এছাড়াও প্রায় ২৫০ জন মঞ্চনাটকের অভিনয় শিল্পী চিত্রনাট্যের ভিত্তিতে ছয় মাস অনুশীলন করেন।[১][২]

চিত্রগ্রহণ সম্পাদনা

২০১৪ সালের ৩ জানুয়ারি থেকে প্রাথমিক চিত্রায়ণ শুরু হয়, বিরতি দিয়ে পুনরায় ২০১৭ সালের সেপ্টেম্বর হতে চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ শুরু হয়।[৭] চলচ্চিত্রটির আশি ভাগ চিত্রগ্রহণ করা হয়েছে ঢাকার নারিন্দায় ৩৬ নম্বর ভূতের গলিতে অবস্থিত প্রখ্যাত সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের বাড়িতে।[২][৮] বাকী বিশ ভাগ চিত্রগ্রহণ সম্পন্ন হয় পুরান ঢাকার সূত্রাপুর, ফরিদাবাদ পানামনগরী, বিরুলিয়া, ধামরাই, কুষ্টিয়া,মুন্সীগঞ্জনরসিংদীতে[১][৫][৭] ২০২০ সালের ১১ জানুয়ারি চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৭]

সঙ্গীত সম্পাদনা

চলচ্চিত্রটির নেপথ্যে প্রভাতী সংগীত, ভজন, ধামাইল, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ মোট ০৯ টি গান ব্যবহার করা হয়েছে[৩][৯][১০]

মুক্তি সম্পাদনা

চলচ্চিত্রটি ২০২০ সালের এপ্রিল মাসে মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়।[১] বাংলাদেশে করোনা ভাইরাসের মহামারির কারণে মুক্তি বিলম্বিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'কাঁটা'র শুটিং শেষ, পোস্টের কাজ চলছে"প্রথম আলো। ২০২০-০১-২৫। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  2. "কী অবস্থায় কোটি টাকার 'কাঁটা'"প্রথম আলো। ২০১৮-০৯-২৭। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  3. "'কাঁটা' হেরি ক্ষান্ত কেন..."কালের কন্ঠ। ২০১৯-০৯-২৬। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  4. "'কাঁটা' নির্মাণে নতুন মুখ খুঁজছেন টোকন ঠাকুর"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৭-০৯-১১। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  5. "অনুদানের 'কাঁটা': অবশেষে শুটিং শেষ, মুক্তি শীতে"বাংলা ট্রিবিউন। ২০১৯-০৯-১৩। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  6. "'কাঁটা' সিনেমায় অনিমেষ আইচ"মানবজমিন। ২০১৮-০৭-১৩। ২০২০-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  7. "টোকন ঠাকুরের 'কাঁটা'র শতভাগ শুটিং শেষ"আজকের পত্রিকা। ২০২০-০১-১২। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "চলচ্চিত্র যাপন যেন"প্রথম আলো। ২০১৮-১১-০১। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  9. "পুরান ঢাকায় শ্যুটিং চলছে টোকন ঠাকুরের সিনেমার"www.independent24.com। ২০১৮-০৮-৩০। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  10. "সিনেমার ফ্রেমে ফুটে উঠছে 'কাঁটা'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৮-০৮-১৯। ২০২০-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭