কল্পনা পাটোয়ারী

ভারতীয় গায়িকা

কল্পনা পাটোয়ারী আসাম-এর একজন ভারতীয় লোক সঙ্গীতশিল্পী। তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানের অনুগামী এবং সুধাকণ্ঠ ড৹ ভূপেন হাজারিকা হচ্ছেন তাঁর অনুপ্রেরণা। কল্পনা পাটোয়ারী বহু সংখ্যক ভোজপুরী গান ছাড়াও বলিউড-এর সাথে অসমীয়া চলচ্চিত্রতে কণ্ঠদান করেছেন। তাঁর কণ্ঠদান করা চলচ্চিত্রসমূহের মধ্যে বলিউডের 'বিল্লু' ও 'আর. রাজুকুমার' এবং অসমীয়া চলচ্চিত্র অহেতুকরণাঙ্গন উল্লেখযোগ্য।

কল্পনা পাটোয়ারী
কল্পনা পাটোয়ারী
প্রাথমিক তথ্য
জন্মনামকল্পনা পাটোয়ারী
জন্ম২৭ অক্টোবর, ১৯৭৮
বরপেটা, আসাম, ভারত
ধরনআধুনিক, লোক-সঙ্গীত, ফিউজন, গজল
পেশাকণ্ঠশিল্পী

তিনি অসমীয়া লোক সঙ্গীতের শিক্ষাগ্রহণ করেছিলেন তাঁর পিতা লোকসঙ্গীতশিল্পী বিপিন পাটোয়ারীর থেকে। এর পরে তিনি লক্ষ্ণৌর ভাতখাণ্ডে সঙ্গীত প্রতিষ্ঠান থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নিয়েছিলেন। তিনি প্রচুর লোক সঙ্গীত চর্চা করলেও ভোজপুরী সঙ্গীত জগতে এক বিশেষ স্থান দখল করতে সক্ষম হয়েছিলেন। তিনি ভোজপুরী সঙ্গীতের বিভিন্ন প্রকার যেমন উর্বি, পাচ্রা, কাজ্রি, সোহার, বিবাহ গীত, চাইতা, নওটংকী ইত্যাদিকে নব-রূপ দিয়ে প্রদর্শন করেছেন।[][]

সঙ্গীতপঞ্জী

সম্পাদনা

হিন্দি চলচ্চিত্রের গান

সম্পাদনা
সাল গান চলচ্চিত্র রচয়িতা সহ-সংগীতশিল্পী
২০০৭ "তেরে লিয়ে" ফুল অ্যান্ড ফাইনাল হিমেশ রেশমিয়া কুণাল গাঞ্জাওয়ালা
২০০৭ "উচ লম্বা কদ" ওয়েলকাম আনন্দ রাজ আনন্দ আনন্দ রাজ আনন্দ
২০০৯ "বিল্লু ভয়ঙ্কর" বিল্লু অজয় ঝিনগ্রন, রঘুবীর
২০১০ "তিখি তিখি মির্চ (লোক ভার্সন)" মির্চ মন্টি শর্মা
২০১০ "ইশক সে মিঠা কুছ ভি" আক্রোশ প্রীতম অজয় ঝিনগ্রন
২০১০ "শাকিরা" নো প্রবলেম মাস্টার সেলীম, হার্দ কৌর
২০১০ "বেব ডি কৃপা" বিক্রান্ত সিং
২০১০ "Aila Re Aila" খাট্টা মিঠা ডাকার মেহন্দি
২০১৩ "গন্দি বাত" আর... রাজকুমার মিকা সিং
২০১৬ "মোনা খা টোনা" ধারা ৩০২ সাহিল মল্টি খান
২০১৬ "দোনো আঁখো কা সত্তার" খেল এতো অব শুরু হোগা আশফাক
২০১৭ "ও রে কাহারও" বেগমজান অনু মালিক আলতামাশ ফরিদি
২০১৭ "পেয়ার কা টেস্ট" রানিং শাদি অভিষেক-অক্ষয় বাপ্পী লাহিড়ী
2018 "জিনস প্যান্ট অওর চোলি" ইশকেরিয়া পাপোন পাপোন
2018 "ইয়াদে" ইশকেরিয়া পাপোন পাপোন

মারাঠী চলচ্চিত্রের গান

সম্পাদনা
সাল গান চলচ্চিত্র
২০১৬ "কলানা" তালীম

অসমীয়া চলচ্চিত্রের গান

সম্পাদনা
সাল গান চলচ্চিত্র
২০০২ "নীলা নীলা" কন্যাদান
২০১৩ "আই এম চেক্সী" রণাঙ্গন
২০১৫ "ননসেন্স হৃদয়ে" অহেতুক
২০১৬ "মাতাল এই রাতি" বহ্নিমান

বাংলা চলচ্চিত্রের গান

সম্পাদনা
সাল গান চলচ্চিত্র
২০০৭ "ঢুকুপুকু বুক" মিনিস্টার ফাটাকেষ্ট
২০১০ "ঝুম ঝুম জা" টার্গেট: দি ফাইনাল মিশন
২০১০ "কি যে আগুন"
২০১১ "কোকা কোলা" ফান্দে পড়েয়া বগা কান্দে রে
২০১২ "মধুবালা" মাচো মস্তানা
২০১৬ "আতা গাছে" অঙ্গার
2016 "3G" হিরো 420

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Assamese singer Kalpana Patowary resurrects Bhojpuri Shakespeare ~ Eastern Fare Music Foundation - Music Classes in Bangalore"easternfare.in। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৫ 
  2. "Folk traditions to come alive"Deccan Herald। ২১ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা