করম্যাক ম্যাকা‌র্থি

মার্কিন ঔপন্যাসিক

করম্যাক্ ম্যাকা‌র্থি (ইংরাজি - Cormac McCarthy; আসল নাম - চার্লস ম্যাকার্থি[১]; জন্ম: ২০শে জুলাই, ১৯৩৩) মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা ঔপন্যাসিক। তিনি মূলত ওয়েস্টার্ন প্রেক্ষাপটে উপন্যাস লিখে থাকেন। নব্বইয়ের দশকে লেখা "বর্ডার উপন্যাসত্রয়ী" তার সেরা সৃষ্টি। এই ত্রয়ীর উপন্যাসগুলো হল: অল দ্য প্রিটি হর্সেজ, দ্য ক্রসিং এবং সিটিস অফ দ্য প্লেইনদ্য রোড উপন্যাসের জন্য তিনি ২০০৭ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।[২] এছাড়া তার "নো কান্ট্রি ফর ওল্ড ম্যান" উপন্যাস অবলম্বনে ২০০৭ সালে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয় যা সেরা চিত্রের জন্য একাডেমি পুরস্কার লাভ করে।

করম্যাক ম্যাকা‌র্থি
১৯৭৩ সালে ম্যাকার্থি
১৯৭৩ সালে ম্যাকার্থি
জন্মচার্লস জোসেফ ম্যাকার্থি জুনিয়র
(১৯৩৩-০৭-২০)২০ জুলাই ১৯৩৩
প্রভিডেন্স, রোড আইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু১৩ জুন ২০২৩(2023-06-13) (বয়স ৮৯)
সান্তা ফে, নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশা
  • ঔপন্যাসিক
  • নাট্যকার
  • চিত্রনাট্যকার
ভাষাইংরেজি
জাতীয়তাআমেরিকান
ধরন
  • সাদার্ন গথিক
  • ওয়েস্টার্ন
  • পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক
দাম্পত্যসঙ্গী
  • লি হোলম্যান (বি. ১৯৬১; বিচ্ছেদ. ১৯৬২)
  • অ্যান ডেলিল (বি. ১৯৬৬; বিচ্ছেদ. ১৯৮১)
  • জেনিফার উইঙ্কলি (বি. ১৯৯৭; বিচ্ছেদ. ২০০৬)
সন্তান

স্বাক্ষর

রচনাবলী সম্পাদনা

উপন্যাস সম্পাদনা

  • দ্য অর্কাড কিপার (১৯৬৫)
  • আউটার ডার্ক (১৯৬৮)
  • চাইল্ড অফ গড (১৯৭৪)
  • সাট্রি (১৯৭৯)
  • ব্লাড মেরিডিয়ান, অথবা ইভিনিং রেডনেস ইন দ্য ওয়েস্ট (১৯৮৫)
  • অল দ্য প্রিটি হর্সেজ (১৯৯২)
  • দ্য ক্রসিং (১৯৯৪)
  • সিটিস অফ দ্য প্লেইন (১৯৯৮)
  • নো কান্ট্রি ফর ওল্ড মেন (২০০৫)
  • দ্য রোড (২৬শে সেপ্টেম্বর, ২০০৬)[৩]

চিত্রনাট্য সম্পাদনা

  • দ্য গার্ডেনার্‌স সন (১৯৭৬)

নাটক সম্পাদনা

  • দ্য স্টোনম্যাসন (১৯৯৫)
  • দ্য সানসেট লিমিটেড (২৪শে অক্টোবর, ২০০৬)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Don Williams. "Cormac McCarthy Crosses the Great Divide". New Millennium Writings. Archived from the original on March 3, 2016. সংগৃহীত ৬ জুলাই, ২০১৯।
  2. "Fiction". Past winners & finalists by category, Pulitzer.org; সংগৃহীত ৬ জুলাই, ২০১৯।
  3. "Cormac McCarthy Papers". The Wittliff Collections. সংগৃহীত ৬ জুলাই, ২০১৯।

বহিঃসংযোগ সম্পাদনা