করণদিঘি বিধানসভা কেন্দ্র
করণদিঘি (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র।
করণদিঘি | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
পশ্চিমবঙ্গ | |
স্থানাঙ্ক: ২৫°৪৮′ উত্তর ৮৭°৫৬′ পূর্ব / ২৫.৮০০° উত্তর ৮৭.৯৩৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর দিনাজপুর |
কেন্দ্র নং. | ৩২ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৫.রায়গঞ্জ |
নির্বাচনী বছর | ১৮২,৫০৪ (২০১১) |
এলাকা
সম্পাদনাভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৩২ নং করণদিঘি বিধানসভা কেন্দ্রটি আলতাপুর-১, আলতাপুর-২, ডালখোলা-১, ডালখোলা-২, ডোমহানা, করণদিঘি-১, করণদিঘি-২, লহুতারা-১, লহুতারা-২, রায়গঞ্জ, রসাখোয়া-১ এবং রসাখোয়া-২ গ্রাম পঞ্চায়েত গুলি করণদিঘি সিডি ব্লক এর অন্তর্গত।[১]
করণদিঘি বিধানসভা কেন্দ্রটি ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনানির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১* | করণদিঘি | মোহিনউদ্দিন মোক্তার | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
১৯৫৭ | ফনিস চন্দ্র সিংহ | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | |
১৯৬২ | ফনিস চন্দ্র সিংহ | ভারতীয় জাতীয় কংগ্রেস[৪] | |
১৯৬৭ | এইচ.এস.হোসেন | প্রাজা সোশালিস্ট পার্টি[৫] | |
১৯৬৯ | সুরেশ চন্দ্র সিংহ | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[৬] | |
১৯৭১ | হাজি সাজ্জাদ হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[৭] | |
১৯৭২ | হাজি সাজ্জাদ হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[৮] | |
১৯৭৭ | হাজি সাজ্জাদ হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস[৯] | |
১৯৮২ | সুরেশ চন্দ্র সিংহ | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১০] | |
১৯৮৭ | সুরেশ চন্দ্র সিংহ | সারা ভারত ফরওয়ার্ড ব্লক [১১] | |
১৯৯১ | হাজি সাজ্জাদ হোসেন | ভারতীয় জাতীয় কংগ্রেস [১২] | |
১৯৯৬ | সুরেশ চন্দ্র সিংহ | সারা ভারত ফরওয়ার্ড ব্লক [১৩] | |
২০০১ | গোকুল রায় | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১৪] | |
২০০৬ | গোকুল রায় | সারা ভারত ফরওয়ার্ড ব্লক [১৫] | |
২০১১ | গোকুল রায় | সারা ভারত ফরওয়ার্ড ব্লক[১৬] |
.* নির্বাচনের সময়ে এলাকাটি বিহারে ছিল।
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১১
সম্পাদনা২০১১ সালের নির্বাচনে, এআইএফবি'র গোকুল বিহারী রায় তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুভাষ গোস্বামীকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: করণদিঘি কেন্দ্র[১৬][১৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
ফরওয়ার্ড ব্লক | গোকুল বিহারী রায় | ৫৭,০২৩ | ৩৭.৯৯ | -৭.০৮ | |
কংগ্রেস | সুভাষ গোস্বামী | ৫১,২৪৫ | ৩৪.১৪ | -৮.১৩ | |
নির্দল | এমডি. হাফিজুল ইকবাল | ২৪,২৭২ | ১৬.১৭ | ||
বিএসপি | নিরোদ বন্ধু বিশ্বাস | ৪,৩৫৫ | ২.৯০ | ||
বিজেপি | আর্সাদ আলম | ৪,০২০ | ২.৬৮ | ||
নির্দল | বাবলু সোরেন | ২,৪৩৭ | |||
এসইউসিআই(সি) | মুক্তার আহমেদ | ২,২৩২ | |||
জেডি(ইউ) | হেম রঞ্জন মণ্ডল | ১,৬০৫ | |||
নির্দল | বিজয় কুমার দাস | ১,১২৪ | |||
নির্দল | দীনেশ চন্দ্র সিংহ | ৯৭২ | |||
নির্দল | পুর্নচন্দ্র সিংহ | ৮১৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৫০,১০০ | ৮২.২৪ | |||
ফরওয়ার্ড ব্লক নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | ১.০৫ |
১৯৭৭-২০০৬
সম্পাদনা২০০৬[১৫] এবং ২০০১[১৪] সালে রাজ্য বিধানসভা নির্বাচনে, ফরওয়ার্ড ব্লকের গোকুল রায় তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হাজী সাজ্জাদ হোসেনকে পরাজিত করে করণদিঘি কেন্দ্র থেকে জয়লাভ করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ১৯৯৬ সালে ফরওয়ার্ড ব্লকের সুরেশ চন্দ্র সিংহ কংগ্রেসের হাজী সাজ্জাদ হোসেনকে পরাজিত করেন।[১৩] ১৯৯১ সালে কংগ্রেসের হাজী সাজ্জাদ হোসেন ফরওয়ার্ড ব্লকের সুরেশ চন্দ্র সিংহকে পরাজিত করেন।[১২] ১৯৮৭[১১] এবং ১৯৮২[১০] সালে ফরওয়ার্ড ব্লকের সুরেশ চন্দ্র সিংহ কংগ্রেসের হাজী সাজ্জাদ হোসেনকে পরাজিত করেন। ১৯৭৭ সালে কংগ্রেসের হাজী সাজ্জাদ হোসেন জনতা পার্টি এর অমরেন্দ্র নাথ সিংহকে পরাজিত করেন।[৯][১৮]
১৯৫১-১৯৭২
সম্পাদনা১৯৭২[৮] এবং ১৯৭১[৭] সালে কংগ্রেসের হাজী সাজ্জাদ হোসেন জয়ী হন। ফরওয়ার্ড ব্লকের সুরেশ চন্দ্র সিংহ ১৯৬৯ সালে জয়ী হন।[৬] পিএসপি-এর এস এইচ হোসেন ১৯৬৭ সালে জয়ী হন।[৫] ১৯৬২[৪] এবং ১৯৫৭ সালে কংগ্রেসের ফনিস চন্দ্র সিংহ জয়ী হন।[৩] ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনটি ছিল বিহারের অংশ এবং কংগ্রেসের মহিনউদ্দিন মোক্তার করণদিঘি কেন্দ্র থেকে জয়লাভ করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1951, to the Legislative Assembly of Bihar" (পিডিএফ)। – Constituency No. 194 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Karandighi (ইংরেজি ভাষায়)। Empowering India। ৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১।
- ↑ "30 - Karandighi Assembly Constituency"। ১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০০৯।