কম্পিউটার রপ্তানি অনুযায়ী দেশের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

নিচের তালিকাটি হচ্ছে কম্পিউটার রপ্তানিকারক দেশ গুলোর তালিকা। তথ্যটি ২০১২ এর , অর্থের পরিমাণ মিলিয়ন মার্কিন ডলার-এ দেখানো হলো। তথ্যটি দি অভজারভেটরী অফ ইকোনমিক কমপ্লেক্সিটি কর্তৃক প্রদত্ত । সম্প্রতি সেরা পনেরোটি দেশ তালিকায় রয়েছে ৷

প্রতি বছর বিশ্বে বিক্রি হওয়া তিনটি ল্যাপটপের মধ্যে একটি একক তাইওয়ানীয় সংস্থা, কোয়ান্টা কম্পিউটার তৈরি করে
# দেশ মূল্য (মিলিয়ন)
 চীন ১৬৩,৪২১
 মার্কিন যুক্তরাষ্ট্র ২৬,২৬৭
 নেদারল্যান্ডস ২৬,৬৮৬
 মেক্সিকো ২০,৭৩৮
 হংকং ১৭,৬৫০
 জার্মানি ১২,৬১১
 থাইল্যান্ড ১২,১১৬
 চেক প্রজাতন্ত্র ৯,২৮০
 সিঙ্গাপুর ৮,২৬১
১০  মালয়েশিয়া ৭,২১০
১১  ভিয়েতনাম ৬,৪০৯
১২  ফিলিপাইন ৪,৭৯৩
১৩  যুক্তরাজ্য ৪,৪৭০
১৪  দক্ষিণ কোরিয়া ৪,০৪৩
১৫  আয়ারল্যান্ড ৩,৭৩৯

তথ্যসূত্র সম্পাদনা

অভজারভেটরী অফ ইকোনমিক কমপ্লেক্সিটি - যেসব দেশ কম্পিউটার রপ্তানি করে। (২০১২)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]