কফিল উদ্দিন চৌধুরী
কফিল উদ্দিন চৌধুরী একজন বাংলাদেশী আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগের মুন্সীগঞ্জ জেলার রাজনীতিবিদ এবং পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। তিনি পাকিস্তানের প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য এমএনএ ছিলেন।[১][২][৩] তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পিতা।
কফিল উদ্দিন চৌধুরী | |
---|---|
পূর্ব পাকিস্তানের যোগাযোগ আইন ও বন মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৫৫ – ১৯৫৮ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৮৯৮ মজিদপুর দয়হাটা গ্রাম, বীরতারা ইউনিয়ন, শ্রীনগর, মুন্সীগঞ্জ , ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১২ মে ১৯৭২ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
সন্তান | একেএম শামসুদ্দোহা চৌধুরী একিউএম বদরুদ্দোজা চৌধুরী |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাকফিল উদ্দিন চৌধুরী ১৮৯৮ সালে মুন্সীগঞ্জের শ্রীনগরে বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯১৬ সালে হাঁসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রাস পাস করেন। এর পর কলকাতা থেকে বিএ এবং বিএল ডিগ্রী অর্জন করেন।[১][২]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাকফিল মুন্সীগঞ্জ শহরে আইন ব্যবসা শুরু করে পরে ঢাকায় চলে আসেন। তিনি এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তিনি ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ব পাকিস্তানের যোগাযোগ আইন ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং নির্বাচনী এলাকার পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে চলে যান। দেশ স্বাধীন হলে দেশে ফিরেন।[১][২]
মৃত্যু
সম্পাদনাকফিল উদ্দিন চৌধুরী ১২ মে ১৯৭২ সাল ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "চৌধুরী, কফিলউদ্দীন"। bn.banglapedia.org। Banglapedia। ২৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ "বীরতারা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২০।
- ↑ Zaman, Habibuz। Seventy Years in a Shaky Subcontinent (ইংরেজি ভাষায়)। Janus Publishing Company Lim। পৃষ্ঠা 282। আইএসবিএন 9781857564051। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |