কড়ি দিয়ে কিনলাম (১৯৮৯-এর চলচ্চিত্র)
কড়ি দিয়ে কিনলাম ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। পরিচালক বীরেশ চ্যাটার্জী পরিচালিত চলচ্চিত্র এটি। এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন তাপস পাল, কালী বন্দ্যোপাধ্যায়, মৌসুমি চ্যাটার্জী, অপর্ণা সেন,[১] উৎপল দত্ত, সুপ্রিয়া দেবী, হারাধন বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী প্রমুখ। এই চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন স্বপন চক্রবর্তী। চলচ্চিত্রটি বিমল মিত্রদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত।[২]
কড়ি দিয়ে কিনলাম | |
---|---|
পরিচালক | বীরেশ চ্যাটার্জী |
প্রযোজক | চারুচিত্র |
চিত্রনাট্যকার | বীরেশ চ্যাটার্জী |
কাহিনিকার | বীরেশ চ্যাটার্জী |
শ্রেষ্ঠাংশে | তাপস পাল মৌসুমি চ্যাটার্জী অপর্ণা সেন উৎপল দত্ত সুপ্রিয়া দেবী মাধবী মুখোপাধ্যায় কালী বন্দ্যোপাধ্যায় হারাধন বন্দ্যোপাধ্যায় অর্জুন চক্রবর্তী |
সুরকার | স্বপন চক্রবর্তী (মুম্বাই) |
চিত্রগ্রাহক | অমূল্য দাস |
সম্পাদক | স্বপন গুহ |
প্রযোজনা কোম্পানি | নিউ থিয়েটার্স স্টুডিও |
মুক্তি | ১৯৮৯ |
স্থিতিকাল | ১২১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাস্বাধীন-পূর্ব ভারতে, বোন লক্ষ্মী এবং সতী তাদের নিজের স্বামীর প্রতি সংবেদনশীল। স্বাধীনতার সন্ধানের বিরুদ্ধে নিজ নিজ স্বামীর প্রতি দায়িত্ব পালনের কারণে স্বাধীনতা পেতে লড়াই করে।
অভিনয়ে
সম্পাদনা- তাপস পাল - দিপঙ্কর সেন (দিপু)
- মাধবী মুখোপাধ্যায় - দিপুর মা
- কালী বন্দ্যোপাধ্যায় - অঘোর দাদু
- মৌসুমি চ্যাটার্জী - সতী ঘোষ
- অপর্ণা সেন - লক্ষ্মী
- উৎপল দত্ত - মিস্টার ঘোসাল
- সুপ্রিয়া দেবী - সতীর শাশুড়ি
- হারাধন বন্দ্যোপাধ্যায় - সুধাংশু
- অর্জুন চক্রবর্তী - সনাতন বাবু (সোনা)
- অশোক কুমার
- জীবন গুহ
- ফকির দাস কুমার
- দেবকী রঞ্জন রায়
- নিমু ভৌমিক
- কল্যাণি মণ্ডল
- রত্না ঘোষাল
- নির্মল কুমার
- সুব্রত সেনশর্মা
- সুমন্ত মুখোপাধ্যায়
- অমরনাথ মুখার্জী
- শকুন্তলা বড়ুয়া
- জয়া আচার্য্য
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আশির দশকের এক অন্য গল্প !"। gulgal.com। ২০১৮-১০-২৫। ২০২০-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-১২।
- ↑ Kari Diye Kinlam, imdb ইংরেজি ভাষায়
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কড়ি দিয়ে কিনলাম (ইংরেজি)