কট্টা সুব্রামণ্য নাইডু

ভারতীয় রাজনীতিবিদ

কট্টা সুব্রামণ্য নাইডু (জন্ম: ১৯৬০) ভারতীয় জনতা পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ। ২০০৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে তিনি বেঙ্গালুরু এলাকার হেবল আসন থেকে জয়লাভ করেছিলেন। তিনি বি. এস, ইয়েদিউরাপ্পার অধীনে মন্ত্রী ছিলেন। [১] এর আগে ১৯৯৯২০০৪ সালের নির্বাচনেও তিনি শিবাজীনগর আসন থেকে জিতেছিলেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Shivakumar, N D (৩ অক্টোবর ২০১১)। "Katta cleared 325-acre land in four days"Times of India। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
  2. "ED files case against Katta for money laundering"The Asian Age। ১৮ নভেম্বর ২০১২।