কঞ্চিবাড়ী ইউনিয়ন

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

কঞ্চিবাড়ী ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এর আয়তন : ২১(বর্গকি: মি:)

  • লোকসংখ্যা : ৪৫,৪৩৬ জন প্রায়।
  • গ্রামের সংখ্যা : ৬ টি।
  • মৌজার সংখ্যা : ৬ টি।
  • হাট/বাজার সংখ্যা:৪টি।
  • শিক্ষার হার:৬০%

ইউনিয়নের গ্রাম সমূহের নামঃ কঞ্চিবাড়ী, বজরা কঞ্চিবাড়ী, সতীরজান, কালির খামার, ছয়ঘড়িয়া হাসু মিয়া মোর, দুলাল

তথ্যসূত্র

সম্পাদনা