কংসাবতী প্রকল্প পশ্চিমবঙ্গের একটি জলাধার ও সেচ প্রকল্প। এই প্রকল্প কংসাবতী সেচ প্রকল্প বা কংসাবতী জলাধার প্রকল্প নামেও পরিচিত। ১৯৫৬ খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অঙ্গ হিসেবে বর্তমান পশ্চিমপূর্ব মেদিনীপুর, বাঁকুড়াহুগলি জেলার ৩,৪৮৪.৭৭ বর্গকিলোমিটার এলাকায় জলসেচের উদ্দেশ্যে এই প্রকল্প চালু হয়।[১] এই প্রকল্পে কংসাবতী নদীর পাশাপাশি শিলাবতী ও ভৈরববাঁকি নদীর জলও সেচের কাজে ব্যবহৃত হয়। প্রায় ৮ লক্ষ একর জমিতে চাষাবাদ হয়। মুকুটমণিপুরের কংসাবতী জলাধারকে কেন্দ্র করে এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।[২]

বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে কংসাবতী জলাধার।
দামোদর অববাহিকা

প্রকল্পের অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলার খাতড়ার কাছে মুকুটমণিপুরে একটি ৩৮ মিটার উঁচু এবং ১০,০৯৮ মিটার লম্বা জলাধার নির্মাণ করা হয়েছে। মেদিনীপুর শহরের কাছে ১৮৭২ খ্রিস্টাব্দে নির্মিত কংসাবতীর একটি জলাধারও এই প্রকল্পের কাজে ব্যবহার করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Irrigation & Waterways Dept - Irrigation Sector - Major Irrigation Projects - Kangasbati"। ২৭ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১০ 
  2. নাথ, ঊর্মি। "জলাধার, জঙ্গল আর শীতের দুপুর"anandabazar.com। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০