ও (পত্রিকা)
ও জার্মানিতে প্রকাশিত একটি আন্তর্জাতিক ফেটিশ পত্রিকা ছিল। নামটি এসেছে ফরাসী ধর্ষকাম ও মর্ষকাম নির্ভর উপন্যাস 'স্টোরি অফ ও' থেকে।
ইতিহাস এবং প্রোফাইল
সম্পাদনা'ও' ১৯৮৯ সালে লন্ডনের স্কিন টু পত্রিকার জার্মান সংস্করণ স্কিন টু জার্মানি এর উত্তরসূরি হিসাবে যাত্রা শুরু করেছিল। [১] রোনাল্ড ব্রকমিয়ারের অধিগ্রহণের আগে পর্যন্ত পত্রিকাটি শুরু থেকে ১৯৯৪ সাল পর্যন্ত টেককম জিএমবিএইচ [২] এর মালিকানাধীন ছিল । [৩]
এটি জার্মান এবং ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। এটি প্রথম প্রকাশিত হয়েছিল পিটার ডাব্লিউ জার্নিচ (নং ১ - ২৪)। এই সময়ে এর সাবটাইটেল ছিল- আর্ট অফ ফেটিশ, ফ্যাশন এবং ফ্যান্টাসি। [৩] শেষ সংখ্যাগুলি, ও নং ২৫ এবং ২৬, রোনাল্ড ব্রোকমিয়ার কর্তৃক প্রকাশিত হয়েছিল। এর সাবটাইটেলগুলো আর্ট, ফ্যাশন, ফ্যান্টাসিতে পরিবর্তিত হয়েছিল।
পত্রিকটি অপরাহ উইনফ্রে এবং হার্স্ট ম্যাগাজিন কর্তৃক ও: দ্য অপরাহ ম্যাগাজিন শিরোনাম নিয়ে প্রকাশিত হওয়ায় বিশেষভাবে ট্রেডমার্ক বিরোধে জড়িয়েছিল। [৩]
ও ম্যাগাজিন ১৯৯৪ সালে প্রকাশনা বন্ধ করে দিয়েছিল এবং তার পরে মারকুইস পত্রিকাটি আসে। [৪]
আরো দেখুন
সম্পাদনা- ফেটিশ পত্রিকা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Marquis magazine at 50: still kinky after all these years"। The Fetishistas Archive। ১০ ডিসেম্বর ২০১০। ১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "O Magazine (Fetish, Fashion, Fantasy) No. 20"। Amazon। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ ক খ গ "Oprah puts lash to German fetish title"। Media Life Magazine। ২৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৫।
- ↑ "Happy Birthday! Marquis hits 20 years and 60 issues."। The Fetishistas। ১৮ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬।