ও (পত্রিকা)

পত্রিকা

জার্মানিতে প্রকাশিত একটি আন্তর্জাতিক ফেটিশ পত্রিকা ছিল। নামটি এসেছে ফরাসী ধর্ষকাম ও মর্ষকাম নির্ভর উপন্যাস 'স্টোরি অফ ও' থেকে।

ইতিহাস এবং প্রোফাইল

সম্পাদনা

'ও' ১৯৮৯ সালে লন্ডনের স্কিন টু পত্রিকার জার্মান সংস্করণ স্কিন টু জার্মানি এর উত্তরসূরি হিসাবে যাত্রা শুরু করেছিল। [] রোনাল্ড ব্রকমিয়ারের অধিগ্রহণের আগে পর্যন্ত পত্রিকাটি শুরু থেকে ১৯৯৪ সাল পর্যন্ত টেককম জিএমবিএইচ [] এর মালিকানাধীন ছিল । []

এটি জার্মান এবং ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। এটি প্রথম প্রকাশিত হয়েছিল পিটার ডাব্লিউ জার্নিচ (নং ১ - ২৪)। এই সময়ে এর সাবটাইটেল ছিল- আর্ট অফ ফেটিশ, ফ্যাশন এবং ফ্যান্টাসি। [] শেষ সংখ্যাগুলি, ও নং ২৫ এবং ২৬, রোনাল্ড ব্রোকমিয়ার কর্তৃক প্রকাশিত হয়েছিল। এর সাবটাইটেলগুলো আর্ট, ফ্যাশন, ফ্যান্টাসিতে পরিবর্তিত হয়েছিল।

পত্রিকটি অপরাহ উইনফ্রে এবং হার্স্ট ম্যাগাজিন কর্তৃক ও: দ্য অপরাহ ম্যাগাজিন শিরোনাম নিয়ে প্রকাশিত হওয়ায় বিশেষভাবে ট্রেডমার্ক বিরোধে জড়িয়েছিল। []

ম্যাগাজিন ১৯৯৪ সালে প্রকাশনা বন্ধ করে দিয়েছিল এবং তার পরে মারকুইস পত্রিকাটি আসে। []

আরো দেখুন

সম্পাদনা
  • ফেটিশ পত্রিকা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Marquis magazine at 50: still kinky after all these years"The Fetishistas Archive। ১০ ডিসেম্বর ২০১০। ১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "O Magazine (Fetish, Fashion, Fantasy) No. 20"Amazon। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. "Oprah puts lash to German fetish title"Media Life Magazine। ২৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৫ 
  4. "Happy Birthday! Marquis hits 20 years and 60 issues."The Fetishistas। ১৮ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬