ও পোভো
ও পোভো একটি ব্রাজিলীয় ট্যাবলয়েড সংবাদপত্র। [১] ব্রাজিলের প্রাচীনতম সংবাদপত্রগুলির মধ্যে এটি একটি, যা ১৯২৮ সাল থেকে প্রকাশিত হচ্ছে। এটি ব্রাজিলের সিয়েরা রাজ্যের রাজধানী ফর্তালিজা থেকেই সর্বদা ছাপা হয়েছে। এর দৈনিক সঞ্চালন প্রায় ১২০,০০০ এবং সকালে প্রকাশিত হয়।
অফিসিয়াল সাইটসম্পাদনা
- ও পোভোর দাপ্তরিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ জুলাই ২০০৯ তারিখে
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Rio's dogs of war"। Herald Scotland। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৬।