ও-র্গ্যান-'ফ্রিন-লাস-র্দো-র্জে

ও-র্গ্যান-'ফ্রিন-লাস-র্দো-র্জে (তিব্বতি: ཨོ་རྒྱན་འཕྲིན་ལས་རྡོ་རྗེওয়াইলি: o rgyan 'phrin las rdo rje) (১৯০৬-১৯৪৯) ভূটানে প্রচলিত তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের অষ্টম পে-গ্লিং-র্গ্যাল-স্রাস (ওয়াইলি: pe gling rgyal sras) উপাধিধারী লামা ছিলেন।

ও-র্গ্যান-'ফ্রিন-লাস-র্দো-র্জে

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ও-র্গ্যান-'ফ্রিন-লাস-র্দো-র্জে ১৯০৬ খ্রিষ্টাব্দে ভূটানে জন্মগ্রহণ করেন। তার পিতা কুন-ব্জাং-'ফ্রিন-লাস (ওয়াইলি: kun bzang 'phrin las) থিম্ফু শহরের র্দ্জোং-দ্পোন (ওয়াইলি: rdzong dpon) পদাধিকারী ছিলেন। তার মাতা সাংস-র্গ্যাস-স্গ্রোল-মা (ওয়াইলি: sangs rgyas sgrol ma) ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যিন-ব্যেদ (ওয়াইলি: o rgyan bstan pa'i nyin byed) নামক সপ্তম পে-গ্লিং-র্গ্যাল-স্রাস (ওয়াইলি: pe gling rgyal sras) উপাধিধারী লামার কনিষ্ঠা ভগিনী ছিলেন। ব্স্তান-'দ্জিন-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: bstan 'dzin chos kyi rgyal mtshan) নামক নবম পে-গ্লিং-গ্সুং-স্প্রুল (ওয়াইলি: pe gling gsung sprul) উপাধিধারী অবতারী লামা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। পিতার মৃত্যুর পরে তিনি থিম্ফু শহরের র্দ্জোং-দ্পোন (ওয়াইলি: rdzong dpon) পদে নিযুক্ত হন। তিনি এই শহরে গুরু মন্দির স্থাপন করেন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Maki, Ariana (এপ্রিল ২০১১)। "The Eighth Gangteng, Orgyen Trinle Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১২-২৪ 
পূর্বসূরী
ও-র্গ্যান-ব্স্তান-পা'ই-ন্যিন-ব্যেদ
ও-র্গ্যান-'ফ্রিন-লাস-র্দো-র্জে
অষ্টম পে-গ্লিং-র্গ্যাল-স্রাস
উত্তরসূরী
রিগ-'দ্জিন-কুন-ব্জাং-পে-মা-র্নাম-র্গ্যাল