ওহ মাই কটাবুলে
২০২০-এর তামিল চলচ্চিত্র
ওহ মাই কটাবুলে (অনু. হে আমার সৃষ্টিকর্তা, তামিল: ஓ மை கடவுளே) হলো ২০২০ সালের একটি ভারতীয় তামিল ভাষার প্রণয়ধর্মী কল্পকাহিনী চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন অশ্বথ মারিমুথু, চলচ্চিত্রটির মাধ্যমে তিনি পরিচালনায় অভিষেক করেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অশোক সেলভান, রিতিকা সিং ও বাণী ভোজন।[২] চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।[৩] ২০২০ সালে অনুষ্ঠিত টরন্টোতে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়েছিল চলচ্চিত্রটি।
ওহ মাই কটাবুলে | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | অশ্বথ মারিমুথু |
প্রযোজক |
|
রচয়িতা | অশ্বথ মারিমুথু |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | লিওন জেমস |
চিত্রগ্রাহক | বিধু আয়ান্না |
সম্পাদক | বুপতি সেলভারাজ |
প্রযোজনা কোম্পানি | হ্যাপি হাই পিকচার্স |
পরিবেশক |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৬ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
অভিনয়ে
সম্পাদনা- অশোক সেলভান — অর্জুন মারিমুথু, অনুর ভালো বন্ধু ও পরবর্তীতে তার স্বামী
- রিতিকা সিং অনু পলরাজ, অর্জুনের ভালো বন্ধু এবং পরবর্তীতে তার স্ত্রী
- বাণী ভোজন — মীরা, স্কুলে অর্জুনের সিনিয়র ক্রাশ ও তার প্রাক্তন প্রেমের আগ্রহ
- শা রা — মনি, অনু ও অর্জুনের ভালো বন্ধু
- এম. এস. ভাস্কর — পলরাজ, অনুর বাবা
- বিজয় সেতুপতি — কটাবুল
- রমেশ তিলক — কটাবুল'র সহকারী
- গজরাজ — মারিমুথু, অর্জুনের বাবা
- সুজাতা বাবু রমেশ — অর্জুনের মা
- সন্তোষ প্রতাপ — কৃষ্ণ, মীরার বয়ফ্রেন্ড, একজন বক্সার
- ম্যাথু — অভিষেক বিনোদ, অনুর প্রাক্তন বাগদত্তা
- অদিতি দিনেশ — স্বতী, মনি'র স্ত্রী
- শরণ্যা — কৃষ্ণের বোন
- গৌতম বসুদেব মেনন — স্বভূমিকায় (অতিথি উপস্থিতি)
- সীমা — বিচারক (অতিথি উপস্থিতি)
সাউন্ডট্র্যাক
সম্পাদনাওহ মাই কটাবুলে (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক) | |||||
---|---|---|---|---|---|
লিওন জেমস কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |||||
মুক্তির তারিখ | ৭ ফেব্রুয়ারি ২০২০ | ||||
শব্দধারণের সময় | ২০১৯–২০২০ | ||||
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | ||||
দৈর্ঘ্য | ২১:০১ | ||||
ভাষা | তামিল | ||||
সঙ্গীত প্রকাশনী | সনি মিউজিক ইন্ডিয়া | ||||
প্রযোজক | লিওন জেমস | ||||
লিওন জেমস কালক্রম | |||||
| |||||
| |||||
ওহ মাই কটাবুলে থেকে একক গান | |||||
|
সকল গানের গীতিকার কো সেশা।
নং. | শিরোনাম | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "হাইয়ো হাইয়ো" | লিওন জেমস | ৩:২৯ |
২. | "কাধাইপ্পোমা" | সিড শ্রীরাম | ৪:৪২ |
৩. | "ফ্রেন্ডশিপ অ্যান্থেম" | অনিরুদ্ধ রবিচন্দ্রন, এম. এম. মানসী | ৩:৫২ |
৪. | "এন্নাদা লাইফ ইধু" | সন্তোষ নারায়ণন | ২:৪১ |
৫. | "কাধল কোঝাপ্পুদ্ধে" | লিওন জেমস, সঞ্জীব টি. | ৪:০৮ |
৬. | "হাইয়ো হাইয়ো" (রিমিক্স) | লিওন জেমস | ২:০৯ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Oh My Kadavule Movie Review: It is this sensitivity that makes Oh My Kadavule refreshing"। Times Of India (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৫।
- ↑ "Vijay Sethupathi to do a cameo in 'Oh My Kadavule' - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩।
- ↑ "Oh My Kadavule"। iifft.ca।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওহ মাই কটাবুলে (ইংরেজি)