ওয়েন উইন

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

ওয়েন এডগার উইন (ইংরেজি: Owen Wynne; জন্ম: ১ জুন, ১৯১৯ - মৃত্যু: ১৩ জুলাই, ১৯৭৫) ট্রান্সভালের জোহেন্সবার্গ এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৪০-এর দশকের শেষদিক থেকে ১৯৫০-এর দশকের সূচনালগ্ন পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ওয়েন উইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামওয়েন এডগার উইন
জন্ম(১৯১৯-০৬-০১)১ জুন ১৯১৯
জোহেন্সবার্গ, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকা
মৃত্যু১৩ জুলাই ১৯৭৫(1975-07-13) (বয়স ৫৬)
ফলস বে (সলিল সমাধি), দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৬৮)
১৬ ডিসেম্বর ১৯৪৮ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২০ জানুয়ারি ১৯৫০ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৩৭/৩৮ - ১৯৪৬/৪৭ট্রান্সভাল
১৯৪৭/৪৮ - ১৯৫৮/৫৯ওয়েস্টার্ন প্রভিন্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩৭
রানের সংখ্যা ২১৯ ২২৬৮
ব্যাটিং গড় ১৮.২৫ ৩৭.১৮
১০০/৫০ ০/১ ৭/৮
সর্বোচ্চ রান ৫০ ২০০*
বল করেছে ৭৮
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/- ২০/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৩ জুলাই ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল ও ওয়েস্টার্ন প্রভিন্স দলের প্রতিনিধিত্ব করেন ওয়েন উইন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৩৭-৩৮ মৌসুম থেকে ১৯৫৮-৫৯ মৌসুম পর্যন্ত ওয়েন উইনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।[১]

উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন ওয়েন উইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পিছে ট্রান্সভালের পক্ষে খেলেছেন। তবে, ধারাবাহিকভাবে সফলতার স্বাক্ষর রাখতে পারেননি। ১৯৪৬-৪৭ মৌসুমে বর্ডারের বিপক্ষে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। তবে, ঐ মৌসুমের বাদ-বাকী সাত ইনিংসে তিনি মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পেরেছিলেন।[২][৩] এরপর, ১৯৪৭-৪৮ মৌসুমে ওয়েস্টার্ন প্রভিন্স দলের সদস্য হন। তাৎক্ষণিকভাবে সফল হন তিনি। ৫০.৮৮ ব্যাটিং গড়ে ৪৫৮ রান তুলে দলের শীর্ষ রান সংগ্রাহকে পরিণত হন।[৪]

১৯৪৮-৪৯ মৌসুমের শুরুতেও চমৎকার খেলেন। এ মৌসুমে সফররত ইংরেজ একাদশের বিপক্ষে দলের প্রথম দুই খেলায় অংশ নেন। ওয়েস্টার্ন প্রভিন্সের সদস্যরূপে ১০৫ ও এক সপ্তাহ পর কেপ প্রভিন্সের পক্ষে ৪৮ রানের ইনিংস খেলেন।[৫]

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ওয়েন উইন। ১৬ ডিসেম্বর, ১৯৪৮ তারিখে ডারবানে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২০ জানুয়ারি, ১৯৫০ তারিখে একই মাঠে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম তিন টেস্টে অংশগ্রহণ করেন। তন্মধ্যে, তৃতীয় টেস্টে ৫০ ও ৪৪ রান তুললেও চতুর্থ টেস্টের জন্যে এরিক রোয়ানকে তার স্থলাভিষিক্ত করা হয়।[৫] ১৯৪৯-৫০ মৌসুমে সফররত অস্ট্রেলিয়া দলের বিপক্ষেও একই অভিজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটান। দক্ষিণ আফ্রিকান একাদশের সদস্যরূপে শুরুরদিকের একটি খেলায় ১৩৮ রান তুলেছিলেন। প্রথম তিন টেস্টে অংশ নিলেও খুব কম সফল হন।[৬]

অবসর সম্পাদনা

সাংবাদিকের সন্তান তিনি। এক পর্যায়ে তিনি খামার দেখাশুনো করেন ও পরবর্তীতে সাংবাদিকতা পেশায় মনোনিবেশ ঘটান।[৬]

ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। জুলাই, ১৯৭৫ সালে সস্ত্রীক, দুই পুত্র ও দুই বন্ধু কেপ টাউনের কাছাকাছি সাগরের পালতোলা নৌকোয় ফলস বেতে সলিল সমাধি ঘটে।[৭] ১৩ জুলাই, ১৯৭৫ তারিখে ৫৬ বছর বয়সে ওয়েন উইনের মৃত্যু হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Owen Wynne"। cricketarchive.com। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১২ 
  2. "Transvaal v Border 1946-47"CricketArchive। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "First-class Batting and Fielding in Each Season by Owen Wynne"CricketArchive। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "First-class Batting and Fielding in South Africa for 1947/48"CricketArchive। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  5. R. J. Hayter, "M.C.C. Team in South Africa, 1948-49", Wisden 1950, pp. 758–94.
  6. Denys Heesom, "Obituary: O. E. Wynne", The Cricketer, September 1975, p. 26.
  7. Wisden 1976, pp. 1103–4.

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা