ওয়ালি রহমানি

ভারতীয় ইসলামি পন্ডিত

সাইয়্যেদ ওয়ালি রহমানি (৫ জুন ১৯৪৩—৩ এপ্রিল ২০২১) একজন ভারতীয় সুন্নি ইসলামী স্কলার, শিক্ষাবিদ এবং রহমানি-৩০-এর প্রতিষ্ঠাতা। তিনি ১৯৭৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিহার আইন পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [১] তিনি ইমারত শরিয়াহ’র আমিরে শরিয়ত ছিলেন।

মুহাম্মদ ওয়ালি রহমানি
খানকাহ রহমানির সাজ্জাদা নাশিন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৯১
পূর্বসূরীসাইয়েদ মিন্নাতুল্লাহ রহমানি
বিহার, উড়িষ্যাঝাড়খণ্ডের আমীরে শরীয়ত
সাধারণ সম্পাদক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
"অজানা"
সদস্য: বিহার বিধানসভা পরিষদ
কাজের মেয়াদ
১৯৭৪ – ১৯৯৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1943-06-05) ৫ জুন ১৯৪৩ (বয়স ৮০)
মৃত্যু৩ এপ্রিল ২০২১
ব্যক্তিগত তথ্য
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
এর প্রতিষ্ঠাতারহমানি-৩০

২০২০ সাল থেকে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক এবং খানকা রহমানি, মুঙ্গেরের সাজ্জাদা নশিনের দায়িত্ব পালন করেছিলেন।

জীবনী সম্পাদনা

তার দাদা মুহাম্মদ আলী মুঙ্গেরী নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। [২] তার পিতা সাইয়্যেদ মিনাতুল্লাহ রহমানিও একজন ইসলামি পণ্ডিত ছিলেন।

১৯৯১ সালে তার পিতা সাইয়্যেদ মিনাতুল্লাহ রহমানির মৃত্যুর পরে তিনি খানকাহ রহমানি, মুঙ্গেরের "সাজ্জাদা নাশিন" হয়েছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

শাহ ইমরান হাসান হায়াত-ই-ওয়ালী (حیات ولی) নামে তার জীবনী রচনা করেছিলেন। [৩][৪]

রহমানির আধ্যাত্মিক তরিকার সিলসিলা (ধারাবাহিকতা) ফজলে রহমান গঞ্জ মুরাদবাদী পর্যন্ত পৌঁছে যায়।[তথ্যসূত্র প্রয়োজন]

২০২১ সালের ৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BBC Report on Rahmani30" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৬ 
  2. Sayyid Muhammad al-Hasani। Seerat Mawlana Sayyid Muhammad Ali Mungeri (Urdu ভাষায়)। Majlis Sahafat-o-Nashriyat। 
  3. Media, The Milli Gazette, OPI, Pharos (৪ এপ্রিল ২০১৬)। "The Milli Gazette"milligazette.com 
  4. http://www.milligazette.com/news/15250-life-and-work-of-maulana-mohammad-wali-rahmani
  5. "ভারতের প্রখ্যাত আলেম ওয়ালি রাহমানির ইন্তেকাল"জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা