৪৬নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

৪৬নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চলের একটি প্রশাসনিক ওয়ার্ড। মেগাসিটি ঢাকার উত্তরাংশের উত্তরখান থানায় ওয়ার্ড নং ৪৬ অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের অন্তর্গত। উত্তরখান থানার অন্তর্গত বাবুর পাড়া, বড়বাগ, ওজাপাড়া, রাজাবাড়ী, মুন্ডা, পুলার টেক, ভাটুলিয়া, মাউছাইদ, বাদুরীপাড়া, চানপাড়া, ফৌজারবাড়ী, গোবিন্দপুর, খঞ্জুরদিয়া, কমুদখোলা, মৈনার টেক, নিনিরটেক, নোয়াখোলা, সাওরার টেক, উজামপুর এলাকা নিয়ে ৪৬নং ওয়ার্ড গঠিত।

ওয়ার্ড নম্বর ৪৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
শহরঢাকা
জাতীয় সংসদের আসনঢাকা-১৮
সময় অঞ্চলবাংলাদেশ মান সময় (ইউটিসি+৬:০০)
এলাকার টেলিফোন কোড+৮৮০ ২

কাউন্সিলর ও নির্বাচন সম্পাদনা

নির্বাচন কাউন্সিলর রাজনৈতিক দল সূত্র
২০২০ জসহেদুল ইসলাম মোল্লা [২]
নির্বাচনের ফলাফল
 •  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৫ এর ফলাফল
দল বিজিত আসন পূর্ববর্তী নির্বাচনের তুলনায়
আসনসংখ্যার পরিবর্তন
বাংলাদেশ আওয়ামী লীগ ২১  
আওয়ামী বিদ্রোহী ১১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় পার্টি (এরশাদ)
নির্দল
উৎস: দৈনিক ইত্তেফাক


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Geographic coordinates of Dhaka, Bangladesh" (ইংরেজি ভাষায়)। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬ 
  2. রিপোর্টার, স্টাফ। "ঢাকা উত্তরে কাউন্সিলর হলেন যারা"। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা