ওবেরয় ট্রাইডেন্ট
দি ওবেরয় এবং ট্রাইডেন্ট হল পাঁচ তারকা বিলাসিতা প্রদান করা হোটেল গুলোর মধ্যে খুব নাম করা দুটি ব্র্যান্ড|[১] এই দুটি ব্র্যান্ড কখনো কখনো ওবেরয় হোটেলস ও রিসর্টস এর মালিকাধিনের মধ্যে আসে| যখন এরা একসঙ্গে একই জায়গায় অবস্থিত থাকে তখন এদের সম্মিলিতভাবে ওবেরয় ট্রাইডেন্ট বলা হয়| এরা ভারতের অনেক শহরে এবং পৃথিবীর অনেক জায়গায় ওবেরয় হোটেলস ও রিসর্টস এর ছত্র ছায়ায় নিজেদের বহুমূল্য সেবা প্রদান করে থাকে|[২]
The Oberoi, Mumbai. | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
অবস্থান | Nariman Point Mumbai |
স্বত্বাধিকারী | Oberoi Hotels |
ব্যবস্থাপক | Oberoi Hotels |
অন্যান্য তথ্য | |
কক্ষসংখ্যা | 941 |
স্যুট সংখ্যা | 107 |
রেস্তোরাঁ সংখ্যা | 4 |
Website | |
Website |
ওবেরয় হোটেলস ও রিসর্টস এবং ট্রাইডেন্ট হোটেলস মুম্বাই এর নারিমান পয়েন্ট এ অবস্থিত এবং এদের আলাদাভাবে দি ওবেরয় মুম্বাই এবং ট্রাইডেন্ট, নারিমান পয়েন্ট নামে জানা যায়| দুটি হোটেল পৃথক ভবন আছে, কিন্তু একটি উত্তরণ এর দ্বারা এদের সংযুক্ত করা হয়েছে|
ইতিহাস
সম্পাদনাহোটেলগুলো প্রথমে ওবেরয় টাওয়ার / ওবেরয় শেরাটন হিসাবে পরিচিত ছিল কিন্তু পরে হিলটন হোটেলস কর্পোরেশন এবং ওবেরয় হোটেলস ও রিসর্টস এর মধ্যে মার্কেটিং জোট হওয়ার ফলে হোটেলটির নামকরণ করা হয় হিলটন টাওয়ার্স| এই নামটি ব্যবহার করা হত ২০০৪ থেকে ২০০৮ এর এপ্রিল অবধি| ২০০৮ এর এপ্রিল মাসে এটির নাম বদল করে আবার ট্রাইডেন্ট টাওয়ার্স করে দেওয়া হয়|[২]
মালিকানা
সম্পাদনাওবেরয় পরিবার নিজেদের পারিবারিক ঐতিহ্য সুত্রে এটার মালিকানার ভার সামলাচ্ছে| ৩২.১১ শতাংশ পণ এর সঙ্গে মিস্টার পি. আর. এস. ওবেরয় হল ই আই এইচ লিমিটেড এর অধিকাংশ ভাগীদার|
সেবা
সম্পাদনাএই হোটেল এর বৈশিষ্ট হল এদের খুব ভাল প্রশিক্ষিত এবং অনুরাগী কর্মী যারা তাদের অথিতিদের অসাধারণ সেবা প্রদান করে| এই কারণে বিশ্বের এরম বিলাসবহুল সেবা প্রদান করা হোটেল গুলোর মধ্যে এই হোটেলটি একটি বিশেষ স্থান বানিয়ে নিয়েছে|[১][৩]
নভেম্বর ২০০৮ এর সন্ত্রাসবাদী আক্রমণ
সম্পাদনা২৬ এ নভেম্বর, ২০০৮ সালে মুম্বাই এ হওয়া সন্ত্রাসবাদী আক্রমণ এ এই হোটেল দুটো গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হযেছিল| সন্ত্রাসবাদীরা ৩২ জন কর্মী এবং গেস্ট কে নির্মম ভাবে হত্যা করে এবং হোটেলটি ৩ দিন ধরে সন্ত্রাসী কার্যক্রমে ভোগে|[৪]
হোটেল এর তালিকা
সম্পাদনাওবেরয় হোটেলস ও রিসর্টস এবং ট্রাইডেন্ট হোটেলস নিম্নলিখিত অবস্থানে এ নিম্নলিখিত নামে সেবা প্রদান করে –
ওবেরয় হোটেলস ও রিসর্টস
সম্পাদনাভারতে:
- দি ওবেরয়, নিউ দিল্লি
- দি ওবেরয়, বেঙ্গালুরু
- দি ওবেরয় গ্র্যান্ড, কলকাতা
- দি ওবেরয় ট্রাইডেন্ট, মুম্বাই
- দি ওবেরয় অমরভিলাস, আগ্রা
- দি ওবেরয় রাজভিলাস, জয়পুর
- দি ওবেরয় উদয়ভিলাস, উদয়পুর
- ওয়াইল্ডফ্লাওয়ার হল, হিমালয়া'র শিমলা তে
- দি ওবেরয় সেসিল, শিমলা
- দি ওবেরয়, মোটর ভেসেল ভ্রিন্দা, ব্যাকওয়াটার ত্রুসার, কেরল
- দি ওবেরয় বন্যভিলাস, সওয়াই মধুপুর
- দি ওবেরয়, গুরগাঁও
ইন্দোনেশিয়া তে:
- দি ওবেরয়, বালি
- দি ওবেরয়, লম্বক
মরিশাস এ:
- দি ওবেরয়, মরিশাস
মিশর এ:
- দি ওবেরয়, শাহী হাসীস, লোহিত সাগর
- দি ওবেরয় জাহরা, লাকজারী নাইল ত্রুসার
- দি ওবেরয় ফিলে, নাইল ত্রুসার
সৌদি আরব এ:
- দি ওবেরয়, মদিনা
সংযুক্ত আরব আমিরাত এ:
- দি ওবেরয়, দুবাই
ট্রাইডেন্ট হোটেলস: ভারতে:
- ট্রাইডেন্ট, আগ্রা
- ট্রাইডেন্ট,ভুবনেশ্বর
- ট্রাইডেন্ট, চেন্নাই
- ট্রাইডেন্ট, কোয়েম্বাটোর (প্রক্রিয়াধীন)
- ট্রাইডেন্ট, কোচি
- ট্রাইডেন্ট, গুরগাঁও
- ট্রাইডেন্ট, জয়পুর
- ট্রাইডেন্ট, বান্দ্রা কুরলা, মুম্বাই
- ট্রাইডেন্ট, নারিমান পয়েন্ট, মুম্বাই
- ট্রাইডেন্ট, উদয়পুর
- ট্রাইডেন্ট, হায়দ্রাবাদ
ভারতে অন্য গ্রুপ হোটেল:
গ্যালারি
সম্পাদনা-
L to R - Air India building; Trident, Nariman Point; and The Oberoi, Mumbai
-
The Trident
-
Lobby of The Oberoi, Mumbai as viewed from above
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ওবেরয় হোটেল প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট"। Oberoihotels.com।
- ↑ ক খ "হিল্টন মুম্বাই টু বি নেমড ট্রাইডেন্ট টাওয়ার্স"।
- ↑ "ওবেরয় হোটেল এর সেবা"। cleartrip.com।
- ↑ "মুম্বাই হোটেল ওবেরয় ট্রাইডেন্ট ২৭/১১"।