ওড়িশা বিধানসভা হল ভারতের ওড়িশা রাজ্যের এককক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা। বিধানসভার আসনটি রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত। বিধানসভায় ১৪৭ জন বিধায়ক রয়েছে।[] ওড়িশা বিধানসভার মোট ১৪৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে, ৩৩টি আসন তফসিলি উপজাতি (এসটি) এবং ২৪টি আসন তফসিলি জাতি (এসসি) এর জন্য সংরক্ষিত। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করেছিলেন যে ভুবনেশ্বরের সচিবালয় ভবনটিকে লোকসেবা ভবন বলা হবে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Orissa Legislative Assembly"legislativebodiesinindia.nic.in। ২০০৫। ৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১২The strength of Assembly was later increased to 147 with effect from the Sixth Legislative Assembly (1974). 
  2. "Odisha Secretariat renamed Lok Seva Bhavan"The Hindu (ইংরেজি ভাষায়)। ৩০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা