ওড়াকান্দি ইউনিয়ন

বাংলাদেশের একটি ইউনিয়ন

ওড়াকান্দি ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি ইউনিয়ন[১][২]

ওড়াকান্দি
ইউনিয়ন
ওড়াকান্দি ইউনিয়ন পরিষদ
ওড়াকান্দি ঢাকা বিভাগ-এ অবস্থিত
ওড়াকান্দি
ওড়াকান্দি
ওড়াকান্দি বাংলাদেশ-এ অবস্থিত
ওড়াকান্দি
ওড়াকান্দি
বাংলাদেশে ওড়াকান্দি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৮৯°৪২′৯″ পূর্ব / ২৩.২১৫০০° উত্তর ৮৯.৭০২৫০° পূর্ব / 23.21500; 89.70250 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলাকাশিয়ানী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ সম্পাদনা

ঢাকা - খুলনা মহাসড়ক এন৭-এর অংশ এন৮০৫ এই ইউনিয়নকে স্পর্শ করে গেছে ।

দর্শনীয় স্থান সম্পাদনা

ওড়াকাঁন্দি-তে হরিচাঁদ ঠাকুরের ঠাকুরবাড়ি অবস্থিত। স্থানটি গোবরা-কাশিয়ানী একক ডিজেল রেললাইনের ছোট বাহিরবাগ স্টেশন থেকে ৮ কিমি উত্তর-পূর্বে। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীতে ঠাকুর বাড়িতে মহাবারুনি স্নান ও মতুয়া মহামেলা হয়। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগাঁর ঠাকুরনগর ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থ কেন্দ্রে পরিণত হয়েছে। মতুয়া ধাম ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত। প্রতিবছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ও তার কনিষ্ঠপুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে মতুয়া মহামেলা বসে।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

  • হরিচাঁদ ঠাকুর - মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক
  • নমঃশূদ্র জাতির উৎপত্তি চন্ডাল জাতি থেকে প্রকৃতপক্ষে চন্ডাল জাতি চন্ডাল বংশের অন্তর্গত । চন্ডাল জাতির সুদীর্ঘ ইতিহাস রয়েছে ভারতবর্ষের বুকে। চন্ডাল বংশ স্থাপন হয় ৮৩১ সালে চন্ডাল বংশ স্থাপন করেন নান্নুক। তার শাসনকাল ৮৩১ থেকে ১২১৫ পর্যন্ত । তাদের শাসন পরিধি গুজরাত ,মধ্যপ্রদেশ ,উত্তর প্রদেশ ,বাঙ্গাল জুড়ে । চন্ডাল বংশের শাসন ক্ষমতা পতনের পর তাদেরকে নিম্নমানের কাজ করতে বাধ্য করা হয় এবং শিক্ষা থেকে বঞ্চিত করা হয়। তাদের ইতিহাস থেকে তারা আজ বিচ্ছিন্ন । তাদের বংশই তাদেরকে গালি সরুপ ব্যবহার করা হয়। বর্তমানে মধ্য ভারতের বুন্দেলখণ্ড ,খেজুরাহ ইত্যাদি স্থানে স্থাপত্য নিদর্শন পাওয়া যায় । তার মধ্যে উল্লেখযোগ্য সোমনাথ মন্দির । চন্ডাল বংশের উত্তরসূরী বর্তমানে নমঃশূদ্র নামে জানা যায় । তাদের পূর্বপুরুষ সুদীর্ঘ ইতিহাস রচনা করেছেন ভারতবর্ষের বুকে।

বংশ তালিকা সম্পাদনা

চন্ডাল বংশ স্থাপন
ক্রমিক নাম মেয়াদ
০১ নান্নুক ৮৩১
০২ বাকপতি
০৩ জয় শক্তি
০৪ হর্স
০৫ যসবর্মন ৯০৩/৯৫০
০৬ ধঙ্গ
০৭ বিদ্যাধর

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ওড়াকান্দি ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  2. "কাশিয়ানী উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 

৩.https://en.m.wikipedia.org/wiki/Chandelas_of_Jejakabhukti