ওগো বধূ সুন্দরী (টেলিভিশন ধারাবাহিক)

টেলিভিশন ধারাবাহিক

ওগো বধূ সুন্দরী ( ইংরেজি: Hey Beautiful Bride ) হল একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক যা রাকেশ কুমার পরিচালিত এবং রবি ওঝা তার ব্যানারে রবি ওঝা প্রোডাকশনের অধীনে তৈরি ও প্রযোজনা করেছেন। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী এবং রাজদীপ গুপ্ত,[] যেখানে তুলিকা বসু, হারাধন ব্যানার্জি, শঙ্কর চক্রবর্তী এবং বিদীপ্তা চক্রবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। স্পষ্টতই, রাজদীপ গুপ্ত স্বাস্থ্য সমস্যার কারণে অনির্বাচন করেছিলেন এবং তার পরিবর্তে রেহান রায়কে চরিত্রটি প্রদান

ওগো বধূ সুন্দরী
চিত্র:Ogo Bodhu Sundori (TV series) poster.jpg
ধরন
নির্মাতারবি ওঝা প্রোডাকশন
লেখকসংলাপ
শর্মিলা মুখার্জি
কাহিনিকার
পরিচালকরাকেশ কুমার
শ্রেষ্ঠাংশে
প্রারম্ভিক সঙ্গীতওগো বধূ সুন্দরী by শুভমিতা ব্যানার্জী
সুরকারকল্যাণ সেন বরাত
দেশভারত
মূল ভাষাবাংলা
পর্বের সংখ্যা410
নির্মাণ
প্রযোজকরবি ওঝা
স্থিতিকাল২২ মিনিট
নির্মাণ প্রতিষ্ঠানরবি ওঝা প্রোডাকশন
মুক্তি
নেটওয়ার্কস্টার জলসা
মুক্তি৩ আগস্ট ২০০৯ (2009-08-03) –
৫ ডিসেম্বর ২০১০ (2010-12-05)

গল্প ও সংলাপ লিখেছেন মিতালী ভট্টাচার্য যথাক্রমে জামা হাবিব ও শর্মিলা মুখার্জি। অনুষ্ঠানটি ৩ আগস্ট ২০০৯ থেকে স্টার জলসা টেলিভিশনে প্রচারিত হয়। ধারাবাহিকটি ৫ ডিসেম্বর ২০১০ এ শেষ হয়েছিল। পরে এটিকে হিন্দিতে সসুরাল গেন্দা ফুল হিসাবে পুনঃনির্মাণ করতে ভুল করা হয়েছিল, যদিও পরে, নির্মাতারা নিশ্চিত করেছেন যে সসুরাল গেন্দা ফুল একটি আসল সিরিজ ছিল এবং মূল ধারাবাহিক হিসেবে বাংলা এবং হিন্দি সংস্করণ একই নির্মাতা এবং প্রোডাকশন হাউস দ্বারা একই সময়ে লেখা হয়েছিল। কোভিড-১৯ মহামারীর কারণে লকডাউনের সময় এটি স্টার জলসায় পুনরায় প্রচারিত হয়েছিল।

অভিনয়ে

সম্পাদনা
  • ললিতা চ্যাটার্জীর চরিত্রে ঋতাভরী চক্রবর্তী (née Lahiri) - প্রধান নায়িকা ঈশানের স্ত্রী, জয়ন্ত ও জয়িতার মেয়ে, লাবণ্যর বড় বোন
  • ইশান লাহিড়ী চরিত্রে রাজদীপ গুপ্ত / রেহান রায় - প্রধান নায়ক, অলোকের ছেলে, ললিতার স্বামী, ইন্দ্র, ইমনের ভাই
  • শৈলজা লাহিড়ীর চরিত্রে তুলিকা বসু । ঈশানের খালা।
  • হৃষিকেশ লাহিড়ীর চরিত্রে হারাধন ব্যানার্জি । ঈশানের দাদা, মিতার স্বামী। অলোকের বাবা।
  • হৃষিকেশের স্ত্রীর চরিত্রে মিতা চ্যাটার্জি, ঈশানের দাদী, অলোকের মা।
  • ঈশানের বাবা অলোক লাহিড়ীর চরিত্রে শঙ্কর চক্রবর্তী
  • ঈশানের মায়ের চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী
  • দোলন মৈত্রের চরিত্রে সোহিনী সরকার । ইশানের শ্যালিকা, ইমনের স্ত্রী। শৈলজার পুত্রবধূ।
  • ইমনের চরিত্রে দ্বৈপায়ন দাস । দোলনের স্বামী। ইশানের ভাই।
  • রজনী চরিত্রে রাজন্য মিত্র । ইন্দ্রের স্ত্রী, ঈশানের বৌদি।
  • রাধার চরিত্রে মৈত্রেয়ী মিত্র,
  • লাবণ্য চরিত্রে রুশা চ্যাটার্জি / এলফিনা মুখার্জি / তানিয়া কর, জয়ন্তের ছোট মেয়ে, ললিতার বোন। রাজের প্রেমের আগ্রহী।
  • রাধার ছেলে কমলের চরিত্রে বিশ্বজিৎ ঘোষ
  • ইন্দ্র চরিত্রে রনি চক্রবর্তী। ঈশানের ভাই, রজনীর স্বামী, অলোকের ছেলে।
  • রাজ মুখার্জির চরিত্রে সুভা রায় চৌধুরী, লাবণ্যের প্রেমের আগ্রহী।
  • জয়ন্ত চ্যাটার্জি-ললিতা এবং লাবণ্যর বাবার চরিত্রে গৌতম দে
  • প্রয়াত জয়িতা চ্যাটার্জির চরিত্রে সুচিস্মিতা চৌধুরী- ললিতা ও লাবণ্যর প্রয়াত মা
  • প্রদীপ প্রামাণিক- ইশান ও ললিতার বন্ধু

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Small screen, big stars"The Telegraph। ২৫ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসে ২০০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা