ওখলঢুঙ্গা জেলা
ওখালডুঙ্গা জেলা(নেপালি: ओखलढुङ्गा जिल्ला) , দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, নেপালের পঁচাত্তরটি জেলার একটি। ওখালডুঙ্গা জেলা সাগরমাতা অঞ্চলের একটি অংশ। ১,০৭৪.৫ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত, ওখালডুঙ্গা এটির জেলা সদর। এই জেলার আদমশুমারী অনুসারে ২০০১ ও ২০১১ সালে জনসংখ্যা ছিল যথাক্রমে ১,৫৬,৭০২ এবং ১,৪৭,৯৮৪ [১] ওখাল্ডুঙ্গা কিরাটের নিকট ঐতিহ্যগতভাবে/প্রথাগতভাবে পরিচিত ওয়ালো কিরাট এলাকার অংশ ।এটি আদিবাসী জাতিগোষ্ঠী রাই এবং সুনুয়ারের জায়গা। এছাড়া অন্য আদিবাসী এবং পাহাড় জাতিও এই জেলায় বাস করে। ওখালডুঙ্গা নামটি এই জেলার অতি প্রাচীন একটি বিশাল 'হামান দিস্তার' 'হামান' অর্থাৎ নেপালীতে যাকে 'ওখাল' বলা হয় তার থেকে এসেছে। নেপাল # ভূগোল |
ওখলঢুঙ্গা জেলা ओखलढुङ्गा जिल्ला | |
---|---|
জেলা | |
Country | নেপাল |
Province | Province No. 1 |
Admin HQ. | Siddhicharan Municipality |
সরকার | |
• ধরন | Coordination committee |
• শাসক | DCC, Okhaldhunga |
আয়তন | |
• মোট | ১০৭৪ বর্গকিমি (৪১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ১,৪৭,৯৮৪ |
• জনঘনত্ব | ১৪০/বর্গকিমি (৩৬০/বর্গমাইল) |
সময় অঞ্চল | NPT (ইউটিসি+05:45) |
Main Language(s) | নেপালি ভাষা (official) Rai, Sunuwar language |
ওয়েবসাইট | ddcokhaldhunga |
ভূগোল ও জলবায়ু
সম্পাদনাজলবায়ু অঞ্চল[২] | উচ্চতার বিন্যাস | এলাকা % |
---|---|---|
উচ্চক্রান্তীয় | ৩০০ থেকে১,০০০ মিটার ১,০০০ থেকে ৩,৩০০ ফুট |
২২.২% |
উপক্রান্তীয় | ১,০০০ থেকে ২,০০০মি ৩,৩০০ থেকে৬,৬০০ ফুট |
৫১.১% |
নাতিশীতোষ্ণ | ২,০০০ থেকে ৩,০০০মি ৬,৪০০ থেকে ৯,৮০০ ফুট |
২৪.২% |
সাবআল্পাইন | ৩,০০০ থেকে ৪,০০০মি ৯,৮০০ থেকে ১৩,১০০ ফুট |
২.১% |
গ্রাম উন্নয়ন কমিটিগুলি
সম্পাদনাওখালডুঙ্গা জেলায় নিম্নলিখিত গ্রাম উন্নয়ন কমিটিগুলি/ভিডিসি রয়েছে:
ওয়াকসা, বালাখু, বরনেশ্বর, বেতিনি, ভাদাউরে, ভুসিংগ, বিগুটার, বিলান্দু, চিয়ানাম, দিয়ালে, ফেদিগুঠ, ফুলবাড়ি, গামনাংটার, হরকপুর, জনতরখানি, কালিকাদেবী, কাতুঞ্জে, কেতুকে, খিজি চন্ডেশ্বরী, খিজিফালাটে, কুইভির, কুন্তাদেবী, মাধবপুর, মামখা, মানেভাঞ্জাং, মৈলি, মূলখারা, নরমেদেশ্বর, পালাপু, পাটলে, পোখারে, পোকলি, প্রাপচা, রাগানি, রাজাদীপ, রানীবন, রাতমাত, রায়াডলু, সেরনা, শ্রীচৌর, সিংদেবী, সিসনেরি, তালুউয়া, তারকেরাবারি, থাকলে, থোক্সেলা, ঠুলাছাপ, উবু, ভাদাউরে, ইয়াসাম
পৌরসভা
সম্পাদনা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Household and population by districts, Central Bureau of Statistics (CBS) Nepal" (পিডিএফ)। ৩১ জুলাই ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৫।
- ↑ নেপালের সম্ভাব্য উদ্ভিদপ্রকৃতির মানচিত্র - একটি বনজ / কৃষি বাস্ত্তসংস্থানিক/জীব বৈচিত্র্যের শ্রেণিবিভাগ পদ্ধতি (পিডিএফ), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., ২০০৫, আইএসবিএন 87-7803-210-9, ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৩ horizontal tab character in
|series=
at position 91 (সাহায্য)
- "Districts of Nepal"। Statoids।
নেপাল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |