ওকা নদী

রাশিয়ার নদী

ওকা নদী (রুশ: Ока́) পশ্চিম রাশিয়ার একটি নদী। নদীটি ওরেলের দক্ষিণে উৎপত্তিলাভ করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘন জনবসতিপূর্ণ ও শিল্পায়িত অঞ্চলের মধ্য দিয়ে ১,৪৮০ কিমি প্রবাহিত হয়ে নিঝনি নভোগোরদের কাছে ভোলগা নদীর সাথে মিলিত হয়েছে। এটি ভোলগা নদীর পশ্চিম উপনদীগুলির মধ্যে প্রধান।

ওকা নদী
NN Spit from Fedorovskogo Embankment 08-2016 img2.jpg
দেশরাশিয়া
অববাহিকার বৈশিষ্ট্য
মোহনাভোল্‌গা নদী
প্রাকৃতিক বৈশিষ্ট্য
দৈর্ঘ্য১,৫০০ কিমি (932 mi)
ওকা নদীর উৎস