ঐতিহাসিক চিত্র হল একটি সামরিক পত্রিকা যা ইতিহাস বিষয়ক এবং প্রথম বাংলা সাময়িক পত্রিকা। এর উদ্ভব হয়েছে স্থানীয় তথ্যসমূহ সংগ্রহ করার মাধ্যমে দেশের ইতিহাস রচনার জাতীয়তাবাদী প্রেরণা থেকেই। ১৮৯৯ সালের জানুয়ারি মাসে অক্ষয়কুমার মৈত্রেয় এই সাময়িক পত্রিকা শুরু করেন। এই পত্রিকার প্রথম সংখ্যা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যা বেড় হয়েছিল ‘ভূমিকা’সহ । ‘ঐতিহাসিক চিত্র’ শীর্ষক নিবন্ধের মাধ্যমে কবি পত্রিকাটিকে আশীর্বাদ জানান এবং আশা ব্যক্ত করেন যে, আমাদের নিজস্ব ইতিহাস সংগ্রহের এ প্রচেষ্টা দেশের জনগণের মানসিক স্থবিরতা দূর করতে অনেকটা সাহায্য করবে।

অক্ষয়কুমার এ পত্রিকা প্রকাশ করেন রাজশাহী থেকে ত্রৈমাসিক হিসেবে । এর প্রচ্ছদ অঙ্কন করেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী । চারটি সংখ্যা প্রকাশের পর এটি চালিয়ে যেতে পারেননি অক্ষয়কুমার । তারপর সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেন আরেকজন ইতিহাসবিদ নিখিলনাথ রায় এবং এক বছরের জন্য মাসিক পত্রিকা হিসেবে এটি প্রকাশ করেন। এ পর্যায়ে কলকাতার মেটক্যাফ প্রেস এর প্রকাশনা চলিয়ে যেতে সাহায্য করতে এগিয়ে আসে। নিখিলনাথ তৃতীয় পর্যায় শুরু করেন বাংলা ১৩১৪ এর বৈশাখ মাসে (ইংরেজি - ১৯০৭) এবং বাংলা ১৩১৮ সনের চৈত্র মাস (ইংরেজি- ১৯১২) পর্যন্ত এর প্রকাশনা চালিয়ে যান। এরপর বন্ধ হয়ে যায় সাময়িক পত্রিকাটির প্রকাশ ।

এর জীবনকাল অতি ক্ষুদ্র হলেও ইতিহাসের বিভিন্ন তথ্য ও উপকরণ সংগ্রহ এবং সংরক্ষণকে উৎসাহিত করতে ঐতিহাসিক চিত্র গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।[১] 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঐতিহাসিক চিত্র - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯