এ বি এম রাশেদুল হাসান
এ বি এম রাশেদুল হাসান (জন্ম: ৩১ জুলাই ১৯৬৪) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত বাংলাদেশের প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাবেক উপাচার্য।[১]
অধ্যাপক ড. এ বি এম রাশেদুল হাসান | |
---|---|
উপাচার্য | |
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ | |
কাজের মেয়াদ ১ সেপ্টেম্বর ২০২২ – ৩ নভেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | হাবিবুর রহমান আকন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঢাকা, বাংলাদেশ | ৩১ জুলাই ১৯৬৪
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ, মালয়েশিয়া |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম
সম্পাদনাতিনি ১৯৬৪ সালের ৩১ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন।[২][৩] তিনি খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ও খুলনার পাইওনিয়ার গার্লস কলেজের অধ্যাপক রোকেয়া বেগম দম্পতির সন্তান।[৪]
শিক্ষাজীবন
সম্পাদনারাশেদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিকম (সম্মান) এবং এমকম ডিগ্রি লাভ করেন। তিনি মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ থেকে ডিবিএ ডিগ্রি অর্জন করেন।[৪]
কর্মজীবন
সম্পাদনারাশেদুল হাসান ব্যাংকিং, সরকারি ও কূটনৈতিক ক্ষেত্র, শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কোষাধ্যক্ষ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ও কোষাধ্যক্ষ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক, কোষাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত (ডেজিগনেট) উপাচার্য এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।[২][৩][৫]
এ বি এম রাশেদুল হাসান ২০২২ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩ নভেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত বাংলাদেশের প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৬][৭]
পুরস্কার
সম্পাদনাশিক্ষা ও প্রশাসনে অবদানের জন্য রাশেদুল হাসান ‘শেরে বাংলা জাতীয় পুরস্কার-২০১০’ লাভ করেন।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ভিসি ড. এ বি এম রাশেদুল হাসান"। আজকের পত্রিকা। ৩ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ গ "নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন ট্রেজারার অধ্যাপক রাশেদুল হাসান"। দ্য ডেইলি ক্যাম্পাস। ১০ মে ২০২১। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "Professor Dr. A B M Rashedul Hassan" [অধ্যাপক ড. এ বি এম রাশেদুল হাসান] (পিডিএফ)। বিইউপি (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. রাশেদুল হাসান"। যুগান্তর। ২ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৮ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ভিসি হলেন ড. এবিএম রাশেদুল হাসান"। ঢাকা টাইমস। ১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ-এর ভাইস চ্যান্সেলর পদে অব্যাহতি প্রদান"। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৪।