এ দেশ তোমার আমার
এ দেশ তোমার আমার ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানি একটি বাংলা ভাষার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন এহতেশাম। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিস ও সুমিতা দেবী।[২] এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমান, মাধুরী চ্যাটার্জী, সুভাষ দত্ত, দাগু বর্দ্ধন, স্বপ্না, সুলতান, মেজবাহউদ্দিন, বাদশাহ্, গোপালদে, জহীর চৌধুরীসহ আরও অনেকে।
এ দেশ তোমার আমার | |
---|---|
পরিচালক | এহতেশাম |
প্রযোজক | বি এম খান |
রচয়িতা | এহতেশাম |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | খান আতাউর রহমান |
চিত্রগ্রাহক | এম জামাল |
সম্পাদক | মোঃ বশীর মুস্তাফিজুর রহমান |
পরিবেশক | লিও ফিল্মস্ |
মুক্তি | ২৫ ডিসেম্বর ১৯৫৯[১] |
স্থিতিকাল | ১২১ মিনিট |
দেশ | পাকিস্তান |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাপ্রলয়কারী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালে। বিশ্বযুদ্ধ অবসানের সঙ্গে সঙ্গে পাক-ভারত উপমহাদেশে শুরু হয় এক নতুন সংগ্রাম। সে সংগ্রাম পৃথিবীর সবচেয়ে পুরোনো সংগ্রাম- সে দাবী দেশের আজাদীর, মানুষের বেঁচে থাকবার। সে সংগ্রাম যখন দেশের প্রতি গ্রামে, প্রতিটি গৃহে ছড়িয়ে পড়ে সেই ১৯৪৭ সালে এই গল্পের শুরু- পূর্ব বাংলার অসংখ্য গ্রামের মাঝে একটি গ্রাম কাপাশ তলিতে। সে গ্রামের পরোপকারী জমিদার বিপত্নীক খান বাহাদুর আব্দুল আজিজ আজ মৃত্যুশয্যায়। জমিদার মৃত্যুকালে জমিদারীসহ তার একমাত্র মেয়ে শাহানাকে তুলে দেন ছোট ভাইয়ের হাতে। শাহানাও তার বাবার মতো পরোপকারী। গ্রামের সংগ্রামী বীর সন্তান হারুনের সাথে ভাললাগা থেকে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। ওরা দুজনে মিলে সবসময় যে কোন সংকটে গ্রাম ও গ্রামের মানুষের পাশে থাকতে চায়। বাঁধ ভেঙ্গে গ্রামে পানি প্রবেশ করতে থাকে। হারুন গ্রামের সবাইকে একত্রিত করে নতুন বাঁধ দিতে চাইলে- শাহানার চাচা জমিদার ও তার খাস চামচা কানুলাল বিভিন্ন ষড়যন্ত্র করে বাঁধের কাজে বাধা দেয়।
-পরিশেষে সততা ও জনতার দুই শক্তি মিলিত হয়ে সব বাধা অতিক্রম করে নতুন বাঁধ দিয়ে গ্রামকে রক্ষা করে সবাই।
প্রেরণা
সম্পাদনা“ | একটি ঐক্য ও শৃংখলাবদ্ধ জাতি হিসেবে আমাদের কাজ করে যেতে হবে। আজ আমাদের সবার মধ্যে থাকা প্রয়োজন গঠনমূলক প্রেরণা। আজাদী লড়াইয়ের সময়কার উগ্রমনোবৃত্তি আজ পরিহার করতেই হবে। -----কায়েদে আজম। |
” |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- আনিস - হারুন
- সুমিতা দেবী - শাহানা
- রহমান -
- মাধুরী চ্যাটার্জী -
- আজিম
- সুভাষ দত্ত - কানুলাল
- দাগু বর্দ্ধন -
- স্বপ্না -
- সুলবান -
- মেজবাহউদ্দিন -
- বাদশাহ্ -
- গোপাল দে -
- জহীর চৌধুরী -
- আমীর আলী -
- অরুন -
- খোকন -
- অলি -
- হায়দার -
সংগীত
সম্পাদনাএ দেশ তোমার আমার ছবির সংগীত পরিচালনা ও গীত রচনা করেন খান আতাউর রহমান।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "E DESH TOMAR AMAR"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ "কিংবদন্তি : ফার্স্ট লেডি সুমিতা দেবী"। দৈনিক আমার দেশ। ৫ এপ্রিল ২০১০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে এ দেশ তোমার আমার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে এ দেশ তোমার আমার