এ টি এম জহুরুল হক
এ টি এম জহুরুল হক (২৯ এপ্রিল ১৯৩৭ - ৭ ফেব্রুয়ারি ২০১৭) একজন বাংলাদেশী শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ছিলেন।[১]
অধ্যাপক ড. এ টি এম জহুরুল হক | |
---|---|
চেয়ারম্যান | |
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন | |
কাজের মেয়াদ ৮ এপ্রিল ১৯৯৯ – ৭ এপ্রিল ২০০৩ | |
পূর্বসূরী | ইয়াজউদ্দিন আহম্মেদ |
উত্তরসূরী | এম আসাদুজ্জামান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কুড়িপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, বাংলাদেশ | ২৯ এপ্রিল ১৯৩৭
মৃত্যু | ৭ ফেব্রুয়ারি ২০১৭ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৭৯)
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক |
জন্ম
সম্পাদনাতিনি ১৯৩৭ সালের ২৯ এপ্রিল বগুড়া জেলার সারিয়াকান্দির কুড়িপাড়ায় জন্মগ্রহণ করেন।[২]
শিক্ষাজীবন
সম্পাদনাজহুরুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয় থেকেও তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাজহুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিভাগীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা ওয়াসা বোর্ডেরও চেয়ারম্যান ছিলেন।[৩][৪]
এ টি এম জহুরুল হক ১৯৯৯ সালের ৮ এপ্রিল থেকে ২০০৩ সালের ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৫][৬]
মৃত্যু
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সাবেক ইউজিসি চেয়ারম্যান ড. জহুরুল হকের ইন্তেকাল"। বাংলাদেশ প্রতিদিন। ৮ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "অধ্যাপক জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ ফেব্রুয়ারি ২০১৭। ১৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "ইউজিসির সাবেক চেয়ারম্যান জহুরুল হকের ইন্তেকাল"। সমকাল। ৮ ফেব্রুয়ারি ২০১৭। ১৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "সাবেক ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক জহুরুল হক আর নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ ফেব্রুয়ারি ২০১৭। ১৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যান মহোদয়গণের তালিকা"। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "ইউজিসি'র সাবেক চেয়ারম্যান অধ্যাপক জহুরুল হক আর নেই"। জাগোনিউজ২৪.কম। ৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "সাবেক ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক জহুরুল হক আর নেই"। কালের কণ্ঠ। ৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।