আবুল কালাম আজাদ চৌধুরী

বাংলাদেশী শিক্ষাবিদ
(এ কে আজাদ চৌধুরী থেকে পুনর্নির্দেশিত)

আবুল কালাম আজাদ চৌধুরী (জন্ম: ২১ অক্টোবর, ১৯৪৬) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র সাবেক চেয়ারম্যান। প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী নয়াদিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক (২৩তম) উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়টির ইমেরিটাস অধ্যাপক। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।

আবুল কালাম আজাদ চৌধুরী
জন্ম২১ অক্টোবর, ১৯৪৬
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষাজীবন সম্পাদনা

অধ্যাপক আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে ১৯৬৭ সালে বিএসসি এবং ১৯৬৮ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৬ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিস্ববিদ্যালয় থেকে ঔষধবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে তিনি ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন।

কর্মজীবন সম্পাদনা

অধ্যাপক আজাদ ১৯৮৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৮৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ফার্মেসি অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের সেপ্টেম্বর থেকে ২০০১ সালের নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক[২]

সম্মাননা সম্পাদনা

  • সমাবর্তন বক্তা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, নেপাল, ২৩ নভেম্বর, ১৯৯৯
  • বঙ্গবন্ধু বক্তৃতা, হাল বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য, মার্চ ২৯, ২০০০

সদস্য সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.ugc.gov.bd/commission/Azad_Chowdhury.pdf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০১৫ তারিখে CV
  2. "এমেরিটাস অধ্যাপক হিসাবে ঢাবিতে যোগ দিলেন ড. এ কে আজাদ চৌধুরী"বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ 

বহি:সংযোগ সম্পাদনা

CV