এ এম এম সফিউল্লাহ
এ এম এম সফিউল্লাহ (১ আগস্ট ১৯৪৭ – ২৪ এপ্রিল ২০২১) বাংলাদেশী উপাচার্য। তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[১] এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দশম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[২]
এ এম এম সফিউল্লাহ | |
---|---|
উপাচার্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ২০০৬ – ২০১০ | |
পূর্বসূরী | মোহাম্মদ আলী মুর্তুজা |
উত্তরসূরী | এস এম নজরুল ইসলাম |
উপাচার্য আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১ আগস্ট ২০১১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ময়মনসিংহ, পূর্ব পাকিস্তান, পাকিস্তান | ১৭ আগস্ট ১৯৪৭
মৃত্যু | ২৪ এপ্রিল ২০২১ | (বয়স ৭৩)
শিক্ষা | পি এইচ ডি (সিভিল ইঞ্জিনিয়ারিং) |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয় |
পেশা | উপাচার্য |
শিক্ষা
সম্পাদনাসফিউল্লাহ পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন (পরবর্তীকালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ নামকরণ করা হয়েছে)। ১৯৬৯ ও ১৯৬৭ সালে যথাক্রমে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করেন। স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. করেন ১৯৮১ সালে কমনওয়েলথ বৃত্তি নিয়ে।[২]
কর্মজীবন
সম্পাদনাসফিউল্লাহ ১৯৭৩ সালে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রভাষক হিসাবে যোগদান করেন এবং ১৯৮৪ সালে অধ্যাপক হয়েছিলেন। তিনি আগস্ট ২০০৬ সালের থেকে আগস্ট ২০১০ পর্যন্ত বুয়েটের দশম উপাচার্যের পদে অধিষ্ঠিত হন। বঙ্গবন্ধু সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞদের প্যানেলে ছিলেন। তিনি পদ্মা সেতু (বাংলাদেশে নির্মিত বৃহত্তম কাঠামো) নির্মাণের জন্য বিশেষজ্ঞদের প্যানেলে কাজ করেছেন[২]। এছাড়া তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য হিসেবেও দ্বায়িত্ব পালন করেন।
মৃত্যু
সম্পাদনাকরোনায় আক্রান্ত হয়ে ২৪ এপ্রিল ২০২১ সফিউল্লাহ মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রফেসর এ এম এম সফিউল্লাহ যোগদান আহছানউল্লা বিশ্ববিদ্যালয়"। AUST। ২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ গ "প্রফেসর এ এম এম সফিউল্লাহ উপাচার্য যোগদান"। আগস্ট ৩১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২০, ২০১৬।
- ↑ ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "কোভিড ১৯: বুয়েটের সাবেক ভিসি সফিউল্লাহর মৃত্যু"। bdnews24। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৯।