এ. কে. রায়
এ কে রায় (১৫ জুন ১৯৩৫ – ২১ জুলাই ২০১৯) একজন ভারতীয় প্রকৌশলী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি মার্ক্সিস্ট কোঅর্ডিনেশন কমিটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন সাংসদ ও বিধায়ক ছিলেন। তার পুরো নাম অরুণ কুমার রায়।
এ কে রায় | |
---|---|
লোকসভার সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৭ – ১৯৮৪ | |
পূর্বসূরী | রাম নারায়ণ শর্মা |
উত্তরসূরী | শঙ্কর দয়াল সিং |
সংসদীয় এলাকা | ধানবাদ |
কাজের মেয়াদ ১৯৮৯ – ১৯৯১ | |
পূর্বসূরী | শঙ্কর দয়াল সিং |
উত্তরসূরী | রীতা বর্মা |
সংসদীয় এলাকা | ধানবাদ |
বিহার বিধানসভা | |
কাজের মেয়াদ ১৯৬৭ – ১৯৭৭ | |
সংসদীয় এলাকা | সিন্ড্রি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৫ জুন ১৯৩৫ |
মৃত্যু | ২১ জুলাই ২০১৯ (বয়স ৮৪) |
রাজনৈতিক দল | মার্ক্সিস্ট কোঅর্ডিনেশন কমিটি |
প্রাক্তন শিক্ষার্থী | কলকাতা বিশ্ববিদ্যালয় |
জীবনী
সম্পাদনাএ. কে. রায় ১৯৩৫ সালের ১৫ জুন অধুনা বাংলাদেশের রাজশাহী জেলার সাপুরায় জন্মগ্রহণ করেন।[১] তার পিতা শিবেশচন্দ্র রায় ও মাতা রেনুকা রায়ের প্রধান পরিচয় ছিল তাঁরা অগ্নিযুগের জেলখাটা স্বাধীনতা সংগ্রামী। শিবেশচন্দ্র রায় ওকালতি করতেন। ১৯৬০ খ্রিস্টাব্দে তারা সপরিবারে পশ্চিমবঙ্গের দিনাজপুরে চলে আসেন। অরুণকুমার রাজশাহীরই নওগাঁ প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরবর্তী স্কুল শিক্ষার জন্য তার পিতা তাকে বেলুড় রামকৃষ্ণ মিশনে ভর্তি করেন। তারপর তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর পাঠ নেওয়ার পর উচ্চ শিক্ষার্থে জার্মানি যান।[২]
দেশে ফিরে এসে তিনি কয়লা খনিতে প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর, তিনি বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন ও সিপিআইএমে যোগ দেন। তিনি ১৯৬৭, ১৯৭২ ও ১৯৭৭ সালে সিন্ড্রি থেকে তৎকালীন বিহার বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন।
এ কে রায় ১৯৭৭, ১৯৮০ ও ১৯৮৯ সালে ধানবাদ থেকে ভারতীয় আইনসভার নিম্নকক্ষে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি শুরুতে সিপিআইএমের সাথে যুক্ত থাকলেও পরে মার্ক্সিস্ট কোঅর্ডিনেশন কমিটি প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭১ সাল থেকে ঝাড়খণ্ড আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। ঝাড়খণ্ড আন্দোলনের দরুন ২০০০ সালে ঝাড়খণ্ড বিহার থেকে আলাদা হয়ে ভারতের একটি স্বতন্ত্র প্রদেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ROY, SHRI A. K."। www.loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯।
- ↑ "চালাঘরে মাদুর বিছিয়ে শুতে যাচ্ছেন সাংসদ"। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০২।
- ↑ "Trade union leader, three-time MP A.K. Roy dead"। The Hindu। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯।
- ↑ "Bihar: Veteran Leftist, three-time Lok Sabha member AK Roy passes away"। The Times of India। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯।
- ↑ "প্রয়াত এ কে রায়"। এই সময়। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯।