এসকেপ ফ্রম তালেবান

হিন্দি ভাষার চলচ্চিত্র
(এসকেপ ফ্রম তালিবান থেকে পুনর্নির্দেশিত)

এসকেপ ফ্রম তালিবান (ইংরেজি: Escape From Taliban তালিবানের কাছ থেকে পলায়ন) হল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এবং উজ্জ্বল চট্টোপাধ্যায় পরিচালিত একটি ভারতীয় চলচ্চিত্র। ছবিটি সুস্মিতা বন্দ্যোপাধ্যায় রচিত আত্মকথামূলক বই কাবুলিওয়ালার বাঙালি বউ অবলম্বনে নির্মিত। সুস্মিতা বন্দ্যোপাধ্যায় তাঁর আফগান স্বামীর সঙ্গে ছয় বছর আফগানিস্তানে কাটানোর পর ১৯৯৫ সালে পালিয়ে এসেছিলেন।[১] তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার নির্দেশিকা অগ্রাহ্য করায় তালিবানেরা তাঁকে হত্যা করার ফতোয়া জারি করেছিল।[২] ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে সন্দেহভাজন তালিবান জঙ্গিরা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে হত্যা করে।[৩]

এসকেপ ফ্রম তালিবান
ডিভিডি প্রচ্ছদ
পরিচালকউজ্জ্বল চট্টোপাধ্যায়
প্রযোজকঅশোক খেমকা
বিজয় নোপানি
রচয়িতাসুস্মিতা বন্দ্যোপাধ্যায় (বই: কাবুলিওয়ালার বাঙালি বউ)
উজ্জ্বল চট্টোপাধ্যায় (চিত্রনাট্য)
শুভ্রজ্যোতি (সংলাপ)
শ্রেষ্ঠাংশেমনীষা কৈরালা
নবাব শাহ
সুরকারবাবুল বসু
চিত্রগ্রাহকবিবেক বন্দ্যোপাধ্যায়
সম্পাদকউজ্জ্বল নন্দী
মুক্তি
  • ১৪ ফেব্রুয়ারি ২০০৩ (2003-02-14)
স্থিতিকাল১৬৬ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
উর্দু
ইংরেজি

কাহিনি-সারাংশ সম্পাদনা

এই ছবির কাহিনি সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অভিজ্ঞতা প্রসূত। সুস্মিতা ছিলেন এক বাঙালি ব্রাহ্মণ কন্যা। ১৯৮৯ সালে তিনি এক আফগান ব্যবসায়ীকে বিবাহ করেন। সেই বছরই তিনি আফগানিস্তানে চলে গিয়েছিলেন। পরে ১৯৯৫ সালে তিনি তালিবানদের চোখ এড়িয়ে পালিয়ে আসেন ভারতে।

কলাকুশলী সম্পাদনা

সংগীত সম্পাদনা

গান শিল্পী(বৃন্দ)
"আয় জানে জা" উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি
"তিতলি সি উড় চলি" অলকা যাজ্ঞিক, সানা আজিজ
"জিতে হ্যায় ইয়াহাঁ" স্নেহা পন্ত, কুমার শানু
"জিতে হ্যায় ইয়াহাঁ (আরবি) সমবেত কণ্ঠে
"কাঁহা সে আতে হ্যায়" আশা ভোঁসলে
"রিমিল বাবা" সাধনা সরগম, বাবুল সুপ্রিয়, সোনু নিগম

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chandrika Narayan; Masoud Popalzai (৫ সেপ্টেম্বর ২০১৩)। "Afghan militants target, kill female author, police say"সিএনএন 
  2. Vasagar, Jeevan (১৯ ফেব্রুয়ারি ২০০৩)। "Direct from Bollywood: Taliban the musical"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। 
  3. "Indian Author Sushmita Banerjee killed by Taliban in Afghanistan"। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা