এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ

এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ (ইংরেজি: Yakub Ali Chowdhury Bidyapith) বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। পাংশা উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় ৩ একর জমির উপর বিদ্যালয়টি অবস্থিত। ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ
Yakub Ali Chowdhury Biddyapith
এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ
অবস্থান

,
7720

বাংলাদেশ
তথ্য
ধরনবেসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠিত১৯৮৫
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলারাজবাড়ী জেলা
সেশনজানুয়ারি - ডিসেম্বর
প্রধান শিক্ষকমোঃ মোতাহার হোসেন
অনুষদ
  • মানবিক
  • বিজ্ঞান
  • বাণিজ্য
লিঙ্গবালক এবং বালিকা
শিক্ষার্থী সংখ্যা1200+ ছাত্র-ছাত্রী।
শ্রেণী৬-১০
শিক্ষা ব্যবস্থাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষাবাংলা
আয়তন৩ একর
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক

প্রতিষ্ঠার ইতিহাস সম্পাদনা

বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে লেখক এয়াকুব আলী চৌধুরীর নামে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করা হয়।

ক্যাম্পাস সম্পাদনা

বিদ্যালয়ে ২টি পুরাতন টিনশেড ভবন! ১টি এক-তলা, ১টি তিন-তলা, ১টি চার-তলা ভবন নিয়ে গঠিত ছাত্রদের কোলাহলে প্রায় ২ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত।

শিক্ষক-শিক্ষার্থী সম্পাদনা

স্কুলে বর্তমানে ৩০ জনের বেশি শিক্ষক আছে এবং ১২০০+ ছাত্র ছাত্রী আছে।

একাডেমিক কোর্স সম্পাদনা

প্রতিবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে এই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হয়। ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত নিয়মিত পাঠদান করা হয়। বিদ্যালয়ের ক্লাস শুরু হয় বেলা ১০টা থেকে এবং মাঝখানে বিরতিসহ ক্লাস শেষ হয় বিকাল ৪টায়। জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী প্রতিটা ক্লাসের সিলেবাস সাজানো। সপ্তাহে মোট ৫ দিন ক্লাস হয় এবং প্রতিদিন মোট ৭টি পিরিয়ড হয়।

স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ সম্পাদনা

বিদ্যালয়টিতে স্কাউট রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

এসএসসি পরীক্ষায় বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সাফল্য : "এসএসসি পরীক্ষায় পাংশার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সাফল্যের ধারা অব্যাহত" https://matrikantha.com/main/article/10669