এম্পায়ার (সাময়িকী)

এম্পায়ার (ইংরেজি ভাষায়: Empire) একটি ব্রিটিশ মাসিক চলচ্চিত্র সাময়িকী।[] ১৯৮৯ সালের জুলাই মাস থেকে বাউয়ের কনজ্যুমার মিডিয়া এই সাময়িকীটি প্রকাশ করে আসছে। ব্রিটেনের সবচেয়ে বেশি বিক্রিত চলচ্চিত্র সাময়িকী এটি। এর নিকটতম বাজার প্রতিদ্বন্দ্ব্বী হচ্ছে টোটাল ফিল্ম। এম্পায়ার সাময়িকীর উদ্যোগে প্রতি বছর সনি এরিকসন এম্পায়ার অ্যাওয়ার্ডস এর আয়োজন করা হয় যাতে নির্বাচকের ভূমিকার পালন করে সাময়িকীর পাঠকেরা।

তথ্যসূএ

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৩