এমিলের গোয়েন্দা বাহিনী

এমিলের গোয়েন্দা বাহিনী ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র। জার্মান লেখক এরিখ কাস্টনার রচিত এমিলের গোয়েন্দা দল (১৯২৯) নামক কিশোর গোয়েন্দা উপন্যাসের আলোকে এটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বাদল রহমান[১] অভিনয়ে ছিলেন গোলাম মোস্তফা, সারা জাকের, এটিএম শামসুজ্জামান, শর্মিলী আহমেদ, মাস্টার পার্থ, শিপলু, টিপটিপ প্রমুখ।

এমিলের গোয়েন্দা বাহিনী
ডিভিডি পোস্টার
পরিচালকবাদল রহমান
প্রযোজকগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাদল রহমান
রচয়িতাএরিখ কাস্টনার
চিত্রনাট্যকারবাদল রহমান
উৎসএরিখ কাস্টনার কর্তৃক 
এমিলের গোয়েন্দা দল
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকআনোয়ার হোসেন
সম্পাদকবাদল রহমান
মুক্তি
  • ১৯৮০ (1980)
স্থিতিকাল১২৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানের নির্মিত প্রথম চলচ্চিত্র যা ঢাকায় মুক্তি পায়।

কাহিনীসংক্ষেপ সম্পাদনা

এমিল খেলাঘরের ‘মুক্ত পাখিকে বন্দী কোরো না’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়ে খুলনা থেকে ঢাকায় পুরস্কার গ্রহণ করতে আসে। আসার পথে ট্রেনে তার সাথে থাকা ৫০০ টাকা হারিয়ে যায়। টাকাটা তার নানির জন্য তার মা দিয়েছিল। এরপর শুরু হয় তার টাকা উদ্ধারের অভিযান। সে তার সঙ্গী হিসেবে খুঁজে পায় ঢাকার একদল বাচ্চা।

অভিনয়ে সম্পাদনা

মুক্তি সম্পাদনা

চলচ্চিত্রটি ১৯৮০ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ঢাকায় মুক্তি দেয়া হয়।[২]

সঙ্গীত সম্পাদনা

চলচ্চিত্রের একটি গান হল আমরা যাব অভিযানে সঙ্গে যাবে কে

পুরস্কার সম্পাদনা

চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ পার্শ্ব-চরিত্র অভিনেতা, শ্রেষ্ঠ শিশুশিল্পী, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এবং শ্রেষ্ঠ সম্পাদনা এই পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। যার মধ্যে বাদল রহমান শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক ও শ্রেষ্ঠ সম্পাদনা এই দুইটি বিভাগে পুরস্কার লাভ করে।

পুরস্কার বিভাগ প্রাপক এবং মনোনীত ফলাফল
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক বাদল রহমান বিজয়ী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা গোলাম মুস্তাফা বিজয়ী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশুশিল্পী টিপটিপ বিজয়ী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বিজয়ী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সম্পাদনা বাদল রহমান বিজয়ী

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. শাহাদাত হোসেন। বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র। পৃষ্ঠা ১১। 
  2. মামুন মিজানুর রহমান (১৯ আগস্ট ২০১০)। "একদিন গোয়েন্দা ছিলাম রে"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা