এবি ব্যাংক পিএলসি
এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক পিএলসি (এবিপিএলসি) বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।[১] ব্যাংকটি ১৯৮২ সালের ১২ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এটির প্রধান কার্যালয় ঢাকার গুলশানে অবস্থিত।[২]
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | ব্যাংকিং |
প্রতিষ্ঠাকাল | ঢাকা, বাংলাদেশ (এপ্রিল ১২, ১৯৮২) |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | খায়রুল আলম চৌধুরী (চেয়ারম্যান) তারেক আফজাল (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা) |
পণ্যসমূহ | ব্যাংকিং সেবা, এটিএম সেবা, কনজিউমার ব্যাংকিং কর্পোরেট ব্যাংকিং বিনিয়োগ ব্যাংকিং |
ওয়েবসাইট | এবি ব্যাংক লিমিটেড |
ইতিহাস
সম্পাদনাএবি ব্যাংক ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে গঠিত হয় এবং ১৯৮২ সালের ১২ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে এবং একই বছর ভারতের মুম্বাইতে প্রথম বেদেশি শাখা চালু করে। ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে। [৩]
পরিচালনা
সম্পাদনাব্যাংকটির পরিচালনার দায়িত্ব ৬ সদস্যের একটি পরিচালনা পর্ষদের হাতে নাস্ত থাকে। ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পাদন ও তত্বাবধানের দায়িত্ব থাকে একটি ব্যবস্থাপনা কমিটি হাতে। পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আফজাল।
ব্যাংকিং কার্যক্রম
সম্পাদনাএটিএম
সম্পাদনাএবি ব্যাংকের বিশাল এটিএম নেটওয়ার্ক আছে। তাছাড়া এবি ব্যাংকের বর্তমানে সারা দেশে ১০৪টি শাখা রয়েছে। এসব শাখায় তারা দেশের মানুষের সেবা প্রদান করে থাকে।
ইন্টারনেট ব্যাংকিং
সম্পাদনাএবি ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং করা যায়। ব্যাংকের ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা ভিসা, মাস্টারকার্ড ও নেক্সাস কার্ডের মাধ্যমে বিল দিতে পারেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রথম বেসরকারি ব্যাংক"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৮।
- ↑ "Contact - AB Bank Limited" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৮।
- ↑ "Background of AB Bank Limited - AB Bank Limited" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৮।
- ↑ https://ibanking.abbl.com/internetbankingABbank/login.do[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাব্যাংক ও বীমা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |